কলকাতা: সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha) আর জাহির ইকবাল (Zaheer Iqbal)-কে হাসপাতালের বাইরে দেখেই শুরু হয়েছিল তরজা। তবে কি অভিনেত্রী অন্তঃসত্ত্বা? তবে খবর এক রবিবার বেলার দিকেই। নিজের জন্য নয়, বাবার জন্য হাসপাতালে গিয়েছিলেন সোনাক্ষী। হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর বাবা শত্রুঘ্ন সিংহ (Shatrughan Sinha)। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছেন শত্রুঘ্ন।


বর্ষীয়ান অভিনেতার শরীরে অস্ত্রোপ্রচার হয়েছে বলে শোনা যাচ্ছে, তবে সঠিকভাবে জানা যায়নি, ঠিক কী হয়েছে সোনাক্ষীর। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন শত্রুঘ্ন। কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে সেই খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। জানা যাচ্ছে, বাবাকে দেখতেই হাসপাতালে গিয়েছিলেন জাকির ও সোনাক্ষী। 


সোনাক্ষীর হাসপাতালে যাওয়ার ছবি প্রকাশ্যে আসার পরেই উঠে এসেছিল বিভিন্ন তথ্য। অনেকে বলেছিলেন, অভিনেত্রী অন্তঃসত্ত্বা। সেই কারণেই হাসপাতালে গিয়েছিলেন চেক-আপ করাতে। তবে সেই নিয়ে মুখ খোলেননি সোনাক্ষী বা জাকির কেউই। তবে শোনা যাচ্ছে, অভিনেত্রীর বিয়ের পরের দিনই হাসপাতালে ভর্তি হয়েছিলেন শত্রুঘ্ন। তাঁর একটি অস্ত্রোপচারও হয়েছে। তবে কবে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন সেই খবর এখনও প্রকাশ্যে আসেনি। 


সকালে আইনি বিয়ে ও সন্ধেয় ছিল রিসেপশন পার্টি। এটাই ছিল সোনাক্ষীর বিয়ের মূল আয়োজন। রিসেপশনে আমন্ত্রিত ছিল গোটা বলিউডই। বিয়ের সকালে প্যাস্টেল শেড বাছলেও, বিয়ের রাতের জন্য সোনাক্ষী বেছে নিয়েছিলেন উজ্জ্বল লাল রঙের বেনারসি। বিয়ের কার্ডে উল্লেখ করা ছিল, কেউ যেন লাল পোশাক না পরে আসেন। সেই কথা মেনেও চলেছিলেন সবাই। আর তাই, বিয়ের সন্ধেয়, লাল শাড়ি সাজে যেন আরও অপরূপা সোনাক্ষী। লাল শাড়ি, খোঁপায় ফুলের মালা জড়িয়ে তিনি আসেন রিসেপশনে। জাহিরের হাত ধরে। পাপারাৎজিরা তাঁর একার ছবি তুলতে গেলে সোনাক্ষী বলেন 'এবার আর একার ছবি পাওয়া যাবে না'। কিন্তু এদিন সোনাক্ষী পাপারাৎজিদের কোনও কথাই বলেননি। পাপারাৎজিদের এড়িয়ে তিনি চলে যান। সম্ভবত, বাবার স্বাস্থ্য নিয়েই বিব্রত ছিলেন বলেই সোনাক্ষী কথা বলেননি পাপারাৎজিদের সঙ্গে। চলে যান নিজের মতোই। 


আরও পড়ুন: Probase Ghorkonna: পাড়ার কাকিমাদের প্রশ্নেই শুরু ভ্লগ বানানো.. রচনাকে 'প্রবাসে ঘরকন্না'-র গল্প শোনালেন মহুয়া


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।