Multibagger Stock: মাল্টিব্যাগার স্টক বলা চলে এক কথায়। গতকালের সেশনেই এই শেয়ারের দাম এক লাফে ৮ শতাংশ বেড়েছে। ২০২৩-২৪ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ পেতেই লাফ দিয়েছে এই সংস্থার শেয়ার। সংস্থার (Dividend Stock) নাম হিটাচি এনার্জি। গতকালের সেশনে ৮ শতাংশ দাম বাড়ার পর এখন এই শেয়ারের দাম এসে দাঁড়িয়েছে ১১,৭০০ টাকায়। ২০২৩-২৪ অর্থবর্ষে সংস্থার (Hitachi Energy) মুনাফা হয়েছে ১১৩.৭ কোটি টাকা, যেখানে একই ত্রৈমাসিকে গত অর্থবর্ষে মুনাফা হয়েছিল ৫০.৮ কোটি টাকা, অর্থাৎ সংস্থার মুনাফা বেড়ে গিয়েছে ১২৩ শতাংশ।
হিটাচি এনার্জির (Hitachi Energy) নেট প্রফিট বেড়ে দাঁড়িয়েছে ৩৯৪.৮ শতাংশ যা আগের ত্রৈমাসিকে ছিল ২৩ কোটি টাকা। ইয়ার অন ইয়ার বেসিসে সংস্থার অপারেশনস থেকে রেভিনিউ এসেছে ২৭.২ শতাংশ। রেভিনিউর পরিমাণ ১৬৯৯.২ কোটি টাকা।
হিটাচি এনার্জি মূলত ট্রান্সফর্মার, পাওয়ার কোয়ালিটি টেকনোলজিস তৈরি করে যা কিনা এনার্জি সেক্টরের সঙ্গে জড়িত এবং এই সংস্থার উৎপাদিত পণ্য মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়ার বহু দেশে সরবরাহ হয়। আজ থেকে এক বছর আগেই এই সংস্থার শেয়ারের দাম ছিল ৩৯৩৯ টাকা। আর আজ সেই শেয়ারের দাম বেড়ে হয়েছে ১১৭০০ টাকা। অর্থাৎ এই শেয়ার এক বছরের মধ্যেই প্রায় ১৯০ শতাংশ বেড়েছে। শেষ ১২ মাসের মধ্যে ১০ মাসই এই স্টক (Dividend Stock) সবুজে বন্ধ হয়েছে। শুধুমাত্র এপ্রিল মাসেই এই স্টকের দাম বেড়েছে ৩৮ শতাংশ।
২০২০ সালের মার্চ মাস থেকে ৬৮০ টাকার স্তর পেরিয়ে এই হিটাচি এনার্জি সংস্থার স্টক ১৫৭৮ শতাংশ বেড়েছে। ২০২০ সালের পর থেকে প্রতি বছর যথাক্রমে এই সংস্থার স্টকের দাম বেড়েছে ৯৬ শতাংশ, ৩২ শতাংশ।
এবার হিটাচি এনার্জির (Hitachi Energy) বোর্ড অফ মেম্বারদের সভায় ঠিক হয়েছে প্রতি শেয়ারে ৪ টাকা হারে ডিভিডেন্ড দেওয়া হবে শেয়ার হোল্ডারদের। তবে এই সিদ্ধান্ত নির্ভর করছে সংস্থার বার্ষিক সাধারণ সভার উপর। এখনও ডিভিডেন্ডের রেকর্ড ডেট জানায়নি সংস্থা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )