Stock Market: সংস্থার নাম অ্যাস্টার ডিএম হেলথকেয়ার। এর শেয়ারের দাম ৫০০ টাকারও কম। আর এই শেয়ারেই বিনিয়োগ করে ধনী হতে চলেছেন বিনিয়োগকারীরা। সম্প্রতি এই সংস্থা রেকর্ড হারে ডিভিডেন্ড দেওয়ার কথা জানিয়েছে। সংস্থার বোর্ড অফ মেম্বারের (Dividend Stocks) পক্ষ থেকে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছে। কত টাকা করে ডিভিডেন্ড দেবে অ্যাস্টার ডিএম হেলথকেয়ার (Aster DM Healthcare) ?


১১৮ টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দেবে


স্টক মার্কেট নিয়ন্ত্রক সংস্থা (Dividend Stocks) সেবিকে দেওয়া তথ্য অনুসারে প্রতি শেয়ারে ১১৮ টাকা পর্যন্ত লভ্যাংশ দিতে চলেছে অ্যাস্টার ডিএম হেলথকেয়ার। গত সপ্তাহে সংস্থার বোর্ডের পক্ষ থেকে এই ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করা হয়। এটি একটি বিশেষ ডিভিডেন্ড হতে চলেছে।


এখন কত চলছে শেয়ারের দাম


অ্যাস্টার ডিএম হেলথকেয়ারের শেয়ারের দাম ২.৬৬ শতাংশ বেড়েছে শুক্রবার। এখন এই শেয়ারের দাম দাঁড়িয়ে আছে ৪৮৭.৯৫ টাকা। বম্বে স্টক এক্সচেঞ্জে ৫২ সপ্তাহে এই শেয়ারের সর্বোচ্চ স্তর হল ৫০০.৬০ টাকা। এখন এই শেয়ারের যা দাম তার হিসেবে ২৫ শতাংশ ডিভিডেন্ড পাবেন বিনিয়োগকারীরা।


রেকর্ড ডেট কবে ডিভিডেন্ডের


এই বিশেষ ডিভিডেন্ডের জন্য অ্যাস্টার ডিএম হেলথকেয়ার রেকর্ড ডেট স্থির করেছে ২৩ এপ্রিল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাস্টার ডিএম হেলথকেয়ারের এই ডিভিডেন্ড আগামী ৩০ দিনের মধ্যেই শেয়ারহোল্ডারদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।


মাল্টিব্যাগার শেয়ার


এক কথায় বলতে গেলে এই অ্যাস্টার ডিএমের শেয়ার পুরো বছরে মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। গত এক বছরে এই শেয়ারের দাম দ্বিগুণ হারে বেড়েছে। বিগত বছরে অ্যাস্টার ডিএম হেলথকেয়ারের শেয়ারের দাম ৯৭.৬৯ শতাংশ বেড়েছে বলেই দেখা গিয়েছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Multibagger Stock: ৩ বছরে রিটার্ন ২৯ হাজার শতাংশ, চমকে দেবে এই শেয়ারের মুনাফা