Penny Stock: শেষ তিন বছরের হিসেব দেখলে মাল্টিব্যাগার রিটার্ন এনে দিয়েছে এই সংস্থার শেয়ার। বলা ভাল এই পেনিস্টক। ২০২১ সালের মার্চ মাসে যেখানে এই পেনিস্টকের (Multibagger Stock) দাম ছিল ৩.২৮ টাকা, সেখানে এখন এই স্টক ট্রেড করছে ৯৬৩.৯০ টাকায়। অর্থাৎ ৩ বছরের মধ্যে ২৯০০০ শতাংশ রিটার্ন এনে দিয়েছে এই স্টক। শেষ এক বছরে এর দাম বেড়েছে ২১৬ শতাংশ। ৩০৫.২০ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৬৩.৯০ টাকা। শুধু তাই নয়, এই বছরের শুরু থেকে ধরলে এই চার মাসেই ৬৭ শতাংশ বেড়ে গিয়েছে এই স্টকের দাম।


কোন সংস্থার স্টক


এর আগে ২০২৩ সালের অক্টোবর থেকে এই বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৫ মাসে ১৭২ শতাংশ রিটার্ন দিয়েছে এই সংস্থার শেয়ার। ফেব্রুয়ারি মাসেই এই শেয়ার এর ৫২ সপ্তাহের সর্বনিম্ন সীমা থেকে ২১৬ শতাংশ বেড়ে সর্বোচ্চ দামে পৌঁছায়। সংস্থার নাম ইয়ান্ত্রা ভেঞ্চার্স (Eyantra Ventures)। ১৯৮৪ সালে হায়দরাবাদে তৈরি হয় এই সংস্থা এবং এখনও একইভাবে আইটি পরিষেবা দিয়ে আসছে সংস্থাটি (Multibagger Stock)। এর আগের নাম ছিল পুনীত কমার্শিয়ালস লিমিটেড।


ESM-এর আওতায় রয়েছে এই সংস্থা


বর্তমানে সেবি ও স্টক এক্সচেঞ্জ যৌথভাবে ৫০০ কোটির কম বাজার মূলধনের সংস্থাগুলির উপর তদারকি করার জন্য একটা সিস্টেম অবলম্বন করেছে। এগুলিকে বলা হয় মাইক্রো স্মল কোম্পানি। এই সংস্থাগুলি পড়ে ESM বা Enhanced Surveillance Measurement-এর আওতায়।


কত আয়, মুনাফা, কত রেভিনিউ


ডিসেম্বর ত্রৈমাসিকে এই সংস্থার (Multibagger Stock) নেট প্রফিট দাঁড়িয়েছিল ২৭ লাখ টাকায়। ২০২২ সালের একই ত্রৈমাসিকে সেই প্রফিট ছিল ২৩ লাখ টাকা, ফলে মুনাফা বেড়েছে। ইয়ান্ত্রা ভেঞ্চার্সের রেভিনিউ ২০২৩ ডিসেম্বরে এসেছে ৪.৫ কোটি টাকা, গত বছর যেখানে এই রেভিনিউ ছিল ১.৩২ কোটি টাকা। অর্থাৎ রেভিনিউ বেড়েছে ২৪৮ শতাংশ।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Bharati Hexacom Listing: ৩৩ শতাংশ বাড়ল আইপিওর দাম, কত টাকায় লিস্টিং হল ভারতী হেক্সাকমের শেয়ার ?