Share Market: স্মলক্যাপ স্টক সুন্দরম ক্লেটন লিমিটেড সম্প্রতি ঘোষণা করেছে কিছুদিনের মধ্যেই নেই সংস্থার শেয়ারহোল্ডারদের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড দেওয়া হবে। মঙ্গলবার ২৬ মার্চ এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে সংস্থার পক্ষ থেকে ৫.১৫ টাকা শেয়ার পিছু অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড (Dividend Stocks) দেওয়া হবে। ২০২৪ সালের ৩১ মার্চের আগেই দেওয়া হবে এই ডিভিডেন্ড।
কী জানাল সংস্থা
এক্সচেঞ্জ ফাইলিংয়ে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরম ক্লেটন সংস্থার বোর্ড অফ ডিরেক্টরদের মিটিংয়ে আজ মঙ্গলবার সিদ্ধান্ত হয়েছে যে ৫.১৫ টাকা হারে অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড দেওয়া হবে। ২০২৪ সালের ৩১ মার্চের মধ্যেই ২,০২,৩১,১০৪ টি ইকুইটি শেয়ারে দেওয়া হবে এই ডিভিডেন্ড অর্থাৎ সংস্থার পক্ষ থেকে ডিভিডেন্ড (Dividend Stocks) হিসেবে ১০.৪২ কোটি টাকা দেওয়া হবে শেয়ার হোল্ডারদের।
রেকর্ড ডেট কবে
এই ডিভিডেন্ড দেওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে রেকর্ড ডেট জানান হয়েছে আগামী ৪ এপ্রিল। এই তারিখেই সংস্থার শেয়ার হোল্ডাররা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিভিডেন্ডের টাকা পাবেন। তবে এই সময় থেকে অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড (Dividend Stocks) ঘোষণার ৩০ দিনের মধ্যে শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাবেন। যে পরিমাণ ডিভিডেন্ড দেওয়া হবে, তা সমস্ত পে আউটের ১০৩ শতাংশ।
এখন কত দাম এই শেয়ারের
বম্বে স্টক এক্সচেঞ্জে এখন এই সংস্থার স্টক ০.৩৭ শতাংশ পড়ে ১৩৫২.৯৫ টাকায় ট্রেড করছে। এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ উচ্চতা ১৭৭৫ টাকা থেকে ২৪ শতাংশ দাম কমে গিয়েছে। ২০২৪ সালের ১২ জানুয়ারি এই সংস্থার শেয়ারের দাম বেড়েছিল সর্বোচ্চ উচ্চতায়।
আরও ডিভিডেন্ড স্টক
মঙ্গলবার এই সুন্দরম ক্লেটনের সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু সংস্থার শেয়ারে ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিসেস, ক্রিসিল লিমিটেডের ডিভিডেন্ড দেওয়া হবে আগামী সপ্তাহে। এছাড়াও আদিত্য ভিশন, আরইসি লিমিটেড, স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রিজ ইত্যাদি সংস্থারও ডিভিডেন্ড দেওয়া হবে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: GConnect Logitech IPO খুলল আজ, কত যাচ্ছে জিএমপি,জেনে নিন ১০ টি গুরুত্বপূর্ণ বিষয়