Tata Consumer: গতকাল মঙ্গলবারই ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে টাটা কনজিউমার। আর সেই ফলাফল খুব একটা ভাল আসেনি এই ত্রৈমাসিকে। সংস্থার নেট প্রফিট কমেছে, কিন্তু রেভিনিউ বেড়েছে। তারপর শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড (Dividend Stocks) দেওয়ার কথা ঘোষণা করেছে টাটা কনজিউমার। শেয়ারপিছু কত ডিভিডেন্ড পাবেন শেয়ারহোল্ডাররা (Tata Consumer) ?


মুনাফা এবং রেভিনিউ দুইই কমেছে


জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে দেখা গিয়েছে যে টাটা কনজিউমারের নেট মুনাফা ২২.৭ শতাংশ কমে হয়েছে ২৬৭.৭ কোটি টাকা। সেখানে আগের বছর একই ত্রৈমাসিকে সংস্থার (Tata Consumer) মুনাফা ছিল ৩৪৫.৬ কোটি টাকা। অন্যদিকে এই সংস্থার অপারেশনস থেকে আসা রেভিনিউ এই ত্রৈমাসিকে ৮.৫ শতাংশ বেড়ে হয়েছে ৩৯২৭ কোটি টাকা, যেখানে একই ত্রৈমাসিকে আগের বছর এর রেভিনিউ ছিল ৩৬১৯ কোটি টাকা। মুনাফা কমলেও রেভিনিউ বেড়েছে সংস্থার।


চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা টাটা কনজিউমারের


টাটা কনজিউমার সংস্থার বোর্ডের পক্ষ থেকে ত্রৈমাসিকের ফলাফলের পাশাপাশি ৭৭৫ শতাংশ ডিভিডেন্ডও ঘোষণা করেছে সংস্থা। ১ টাকা ফেসভ্যালুর প্রতি শেয়ারে ৭.৭৫ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে টাটা কনজিউমার। সংস্থার ৬১তম বার্ষিক সাধারণ সভায় এই ডিভিডেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।  


শেয়ারের দাম কত চলছে


মঙ্গলবার গতকাল বাজার বন্ধের সময় টাটা কনজিউমারের (Tata Consumer) শেয়ারের দাম (Dividend Stocks) ০.২১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১৭৩.৫৫ টাকায় বন্ধ হয়। সংস্থার ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য ছিল ১২৬৯ টাকা আর ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য ছিল ৭০৬ টাকা। বিগত এক বছরের হিসেব দেখলে, টাটা কনজিউমারের শেয়ার থেকে বিনিয়োগকারীরা ৬৭.৫৩ শতাংশ রিটার্ন পেয়েছেন। অন্যদিকে ৫ বছর ধরে বিনিয়োগ ধরে রাখলে এই শেয়ারে রিটার্ন এসেছে ৪৫৯.৮০ শতাংশ।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না । )


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Mutual Fund: ১ লাখ বিনিয়োগে আজ পেতেন ২০ লাখ টাকা, ধনী করতে পারত এইসব ফান্ড