সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলি লোকসভা কেন্দ্র চষে ফেলছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর সেই সঙ্গে রোজ নানারকম মন্তব্য করছেন, যা চলে আসছে শিরোনামে। কখনও রচনার বক্তব্য নিয়ে মিম হচ্ছে, কখনও আবার রচনার হাসি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রসিকতার হিড়িক ! কেমন লাগে ? প্রচারে বেরিয়ে দিদি নাম্বার ওয়ান বললেন, ' আগে হাসিটা ছিল দারুণ এখন হাসিটা শুনে লোকে বলে পাগল'
মাথার ওপর রোদ। তাপমাত্রা উত্তুঙ্গ। রাজনীতির ময়দানে নতুন তিনি। তবু সহজেই আগল ভেঙে সাধারণের সঙ্গে মিশছেন রচনা। নিজের মতো করে মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন। 'দিদি নাম্বার ওয়ান'কে নিয়ে মিমও কম হচ্ছে না। তবু তিনি বলছেন, 'মিম যারা করে তাদের আমি সাপোর্ট করি' ।
এর আগে প্রচারে নেমে কখনও কারখানার ধোঁয়া, কখনও দইয়ের প্রশংসা করে বিতর্কে জড়িয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় উঠেছে হাসির রোল। মগড়ার খেজুরিয়ায় প্রচারের ফাঁকে সাংবাদিকদের রচনা বলেন, 'ভাবছি আজ কি নিয়ে বলি। আমি হাসলেও সমস্যা, সমস্যা না! মিম করলে ঠিক আছে।যে কোনও প্রচারই তো প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ে না মানুষ আমি তো নগন্য'
হুগলির তৃণমূল প্রার্থী আরও বলেন, ' আমি ভীষন পজিটিভ মাইন্ডের মানুষ। আমি মিম করাকেও পজিটিভ ভাবেই দেখি, নেগেটিভ কিছু দেখি না। কারণ যাঁরা এই ধরনের মিম করেন, তাঁদেরও লাইক, সাবস্ক্রাইবার দরকার। এটা তাঁদেরও রুজি রোজগার। তাই তাঁদের আমি সাপোর্ট করি।'
তাঁর প্রতিপক্ষ রাজনীতির ময়দানে চোস্ত, পাকা খেলোয়াড় লকেট চট্টোপাধ্যায়। তাঁর কথা নিয়ে মিমের শেষ নেই। এত কিছুর পরেও হুগলিতে তৃণমূলের জয়ের ব্যাপারে একশ শতাংশ নিশ্চিত রচনা। বলছেন, ' কোনও টেনশন নেই। তিনি বলেন,আমার বিশ্বাস... বিশ্বাসে মিলায় বস্তু...তারপর তো উপরওয়ালার খেলা।'
হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, তাঁর প্রতিপক্ষ বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এখানে সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ। ভোটের ফল ৪ জুন। এখন হুগলির মানুষ কাকে বেছে নেয়, সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন :
কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?