Lamborghini With Villa: দীপাবলি (Diwali 2024) উপলক্ষে দারুণ অফার (Diwali Offer) নিয়ে এল এই রিয়েল এস্টেট কোম্পানি। এবার বাড়ি কিনলেই গাড়ি ফ্রি পাবেন আপনি। এমনই এক চমকপ্রদ ডিল নিয়ে এসেছে দিল্লির এই সংস্থা। জানেন, আসলে বিষয়টা কী ?
ল্যাম্বরগিনি গাড়ি দেবে কোম্পানি
দীপাবলিতে নয়ডা দিল্লি NCR-এ রিয়েল এস্টেট কোম্পানি Jaypee Greens তার বিলাসবহুল আবাসন প্রকল্পে বাড়ি কেনার জন্য এই দুর্দান্ত অফার নিয়ে এসেছে৷ কোম্পানি তাদের আবাসন প্রকল্পে একটি বিলাসবহুল ভিলা কিনলে ক্রেতাদের বিনামূল্যে একটি ল্যাম্বরগিনি গাড়ি দেবে৷ এই অফারের মাধ্যমে কোম্পানি প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রজেক্টে বাড়ি কেনার পাশাপাশি হাই-এন্ড গাড়ি পাওয়ার সুযোগ দিচ্ছেন।
কতটা সত্যি এই খবর
রিয়েলটর গৌরব গুপ্ত এই নিয়ে একটি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছে। মূলত, HNI - NRI ক্লায়েন্টদের রিয়েল এস্টেট বিনিয়োগে সাহায্য করেন গৌরব। NCR-এর রিয়েল এস্টেট মার্কেট ট্র্যাক ছাড়াও আরও দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। তিনিই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এই তথ্য দিয়েছেন। গৌরব লিখেছেন, নয়ডায় 26 কোটি টাকায় একটি নতুন ভিলা প্রকল্প আসছে। যা কিনলে ক্রেতারা একটি ল্যাম্বরগিনি উরুস পাবেন।
কত টাকার ভিলা কিনলে পাবেন ল্যাম্বরগিনি উরুস
এই প্রসঙ্গে গৌরব গুপ্ত লিখেছেন, PLC, গাড়ি পার্কিং এবং অন্যান্য চার্জ 26 কোটি টাকার মধ্যে অন্তর্ভুক্ত নয়। ইতিমধ্যেই তিনি ভিলার দামের বিবরণ শেয়ার করেছেন। সেই অনুযায়ী ক্যাটাগরি-1 ভিলার বিএসপি 26 কোটি টাকা। এছাড়াও গলফ ফেসিং পিএলসি-এর জন্য ৫০ লক্ষ টাকা, গাড়ি পার্কিংয়ের জন্য ৩০ লক্ষ টাকা, ক্লাব সদস্যতার জন্য ৭.৫ লক্ষ টাকা, বিদ্যুৎ পরিকাঠামোর জন্য ৭.৫ লক্ষ টাকা দিতে হবে ক্রেতাকে। পাশাপাশি পাওয়ার ব্যাকআপের জন্য ৭.৫ লক্ষ টাকা আলাদাভাবে দিতে হবে। অর্থাৎ এই ভিলার মোট দাম পড়বে প্রায় 270,250,000 টাকা (27 কোটি 2 লাখ 50 হাজার টাকা)।
সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া
গৌরব গুপ্তার এই পোস্টে মানুষ নানা প্রতিক্রিয়া দিচ্ছে। কানওয়ালজিৎ সিং লিখেছেন, নতুন কেলেঙ্কারি হল গাড়ি পার্কিংয়ের জন্য XXX লক্ষ টাকা। রাহুল দেবের মতো এক নেটিজেন লিখেছেন, ক্রেতাদের ফ্ল্যাটের জন্য RERA এবং গাড়ির জন্য গ্রাহক আদালতে যেতে হবে। মনে হচ্ছে, আইনজীবীরা পরিকল্পনাটি তৈরি করেছেন। একজন ব্যবহারকারী ঋষিকেশ শিন্ডে লিখেছেন, আমি আশা করি ল্যাম্বরগিনিকে এই বিষয়ে জানানো হয়েছে।
আজকাল, রিয়েল এস্টেট কোম্পানিগুলি প্রবল চাহিদার কারণে বিলাসবহুল আবাসন প্রকল্প চালু করার দিকে মনোনিবেশ করছে। এখন, দীপাবলি উপলক্ষে রিয়েল এস্টেট সংস্থাগুলি উত্সবের মেজাজকে পুঁজি করে বিলাসবহুল বাড়ি কেনার জন্য বিনামূল্যে বিলাসবহুল গাড়ি দিচ্ছে। অনেকেই অবশ্য এই ধরনের প্রজেক্টকে বিপণনের কারসাজি বলছে।
Youtube Scam: এবার ইউটিউব ঘিরে নতুন জালিয়াতি, ব্যক্তি হারালেন ৫৬ লক্ষ টাকা, এই সাত ভুল করলেই বিপদ