Donald Trump Meme Coin:  সম্প্রতি কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের সময়েই একটি নতুন মিম কয়েন চালু হয়েছিল ক্রিপ্টো দুনিয়ায় যার নাম $TRUMP। আর এই কয়েন চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সংবাদের শিরোনামে উঠে এসেছে, এখনও এই কয়েন (Trump Coin) নিয়ে জোর তর্জা চলছে। কারণ বিগত কয়েক দিনের মধ্যেই বহু বিনিয়োগকারীর লোকসান হয়েছে এই কয়েনে। গত সপ্তাহের শুক্রবার চালু হয়েছিল এই ট্রাম্প কয়েন (Donald Trump Meme Coin) নামের ক্রিপ্টোকারেন্সি, আর কয়েক ঘণ্টার মধ্যেই ৮ হাজার শতাংশ মুনাফা দিয়েছিল। কিন্তু এখন এই কয়েন সর্বকালীন উচ্চতা থেকে ৬০ শতাংশ নিচে পড়ে গিয়েছে, ক্রমশ কমছে দাম। মাথায় হাত বিনিয়োগকারীদের।


সর্বকালীন উচ্চতা ও এখন কত টাকায় ট্রেড চলছে


ট্রাম্প মিম কয়েন শুরু হয়েছিল ৭ ডলার দাম থেকে এবং কয়েক ঘণ্টার মধ্যেই এই কয়েনের দাম বেড়ে ৭৩ ডলারে এর সর্বকালীন উচ্চতায় উঠে আসে। তবে এরপর থেকে ক্রমান্বয়ে পতন আসতে থাকে এই কয়েনে। গতকাল শনিবার বিকেলে ৪টা নাগাদ এই কয়েনের দাম ছিল ২৬ ডলার। কোনো বিনিয়োগকারী যদি এই কয়েন উঁচু দামে কিনে থাকেন, তাহলে তার প্রায় ৬৫ শতাংশ ক্ষতি হবে। তবে এই কয়েন চালু হওয়ার পরেই যদি কেউ বিনিয়োগ করতেন তাহলে এই কয়েনে এখনও পর্যন্ত ৩০০ শতাংশ রিটার্ন পাওয়া যেত।


কী এই ট্রাম্প মিম কয়েন


ট্রাম্প মিম কয়েন হল সোলানো ব্লকচেইনে নির্মিত একটি মিম ভিত্তিক ক্রিপ্টোকারেন্সি। ট্রাম্প তার সমাজমাধ্যমে এই কয়েনের ঘোষণা করেছিলেন প্রথম, এই মিম কয়েনটি তার 'ফাইট ফাইট ফাইট' স্লোগান থেকে তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ২০০ মিলিয়ন কয়েন আনা হয়েছিল বাজারে। মিম কয়েনের সাধারণ উদ্দেশ্য হল মানুষকে বিনোদন জোগানো। কিন্তু এই ট্রাম্প কয়েন আসার পরে এটিকে বিনিয়োগের মাধ্যম ভেবে নিয়েছেন বহু মানুষ। আর তা প্রাথমিকভাবে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছিল। আর এখন এর পতনশীল দাম বিনিয়োগকারীদের প্রত্যাশাকে ধ্বংস করেছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)