Donald Trump Oath : ফের সাদা বাড়িতে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প Donald Trump। এই নিয়ে মার্কিন মুলুকের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন তিনি। ভাইস প্রেসিডেন্ট পদে এলেন জেডি ভান্স। ট্রাম্পের এই প্রত্যাবর্তনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী (PM Modi) বলেছেন,  'একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি'।


তবে ট্রাম্পের এই হোয়াইট হাউসে (White House) ফেরা নিয়ে চিন্তায় রয়েছে অনেক দেশ। কালই ভারতের শেয়ার বাজারে এর প্রভাব দেখা যেতে পারে।


'বন্ধু ট্রাম্পকে' মোদির বার্তা


ট্রাম্প শপথ নিতেই অভিনন্দন বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, '' মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসাবে আপনার ঐতিহাসিক অভিষেকে প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পকে অভিনন্দন।  আমি আবারও একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। এই কাজের মাধ্য়মে আমরা উভয় দেশের উপকার ছাড়াও বিশ্বের ভবিষ্যৎ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করব। আগামী দিনে আপনার কার্যকালের মেয়াদের জন্য শুভ কামনা রইল!


মার্কিন মুলুকে নির্বাচন


গত নভেম্বরে মার্কিন মুলুকে ঐতিহাসিক নির্বাচন হয়েছে। যেখানে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে পরাজিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। বড় ব্যবধানে বিরোধীকে হারিয়ে ফের প্রেসিডেন্ট পদে আ আসেন তিনি। এতদিন 'লেম ডাক প্রেসিডেন্ট' হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন জো বাইডেন। আজ মার্কিন প্রেসিডেন্ট পদে ট্রাম্প শপথ নিতেই বদলে যাবে সবকিছু।


প্রচণ্ড ঠান্ডার কারণে ৪০ বছরের মধ্যে প্রথমবার ইউএস ক্যাপিটলের ভিতরে হয়েছে এই অনুষ্ঠান। এমনিতে এই উদ্বোধনী অনুষ্ঠান ঐতিহ্যগতভাবে ক্যাপিটলের বাইরে অনুষ্ঠিত হয়।


ট্রাম্প ফিরতেই ফ্রান্সের হুঁশিয়ারি
ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার সঙ্গে সঙ্গে প্রতিরক্ষায় আরও বেশি ব্যয় করার জন্য ইউরোপকে আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয়বার দায়িত্ব নিতেই ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার ইউরোপকে "জেগে উঠতে" বলেছেন। পাশাপাশি প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে আহ্বান জানিয়েছেন তিনি। ম্যাক্রোঁ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন বিদেশ নীতিতে পরিবর্তন, বিশেষ করে ইউক্রেনের যুদ্ধের বিষয়ে ইউরোপকে সতর্ক হতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইউরোপীয় দেশগুলিকে মার্কিন সামরিক সহায়তার বিষয়ে নজর রাখতে বলেছেন। মূলত, ভূমধ্যসাগর ও আটলান্টিক অঞ্চলে মার্কিন মিলিটারির সম্ভাব্য পরিবর্তনের জন্য প্রস্তুত হতে আহ্বান জানিয়েছেন তিনি।


 


আরও পড়ুন : Viral Monalisa : সিনেমায় নামছেন মহাকুম্ভের ভাইরাল মোনালিসা ? আসছে অপহরণের হুমকি !