India US Relation : রাশিয়ার থেকে তেল (Russian Oil) কেনার জন্য ভারতের ওপর শুল্কের বোঝা চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বন্ধু দেশগুলিকেও এই বিষয়ে সতর্ক করেছে আমেরিকা। একাধিকবার ভারতের ওপর শুল্ক চাপানোর কথা বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়নকে (India EU Free Trade Agreement) । যদিও সব চেষ্টা ব্যর্থ হওয়ার পথে। 'দ্য হিন্দু'র রিপোর্ট বলছে, শীঘ্রই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন। নয়াদিল্লিতে এই নিয়ে কথা বলতে আসবেন ইইউ-এর প্রতিনিধিরা।
ভারতের সঙ্গে কী নিয়ে সমস্যা আমেরিকার
আমেরিকা ভারতের উপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক ছাড়াও, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য জরিমানা হিসাবে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে, মোট হার ৫০ শতাংশ হয়ে গেছে। ভারতের উপর আরোপিত উচ্চ শুল্ক মার্কিন বাজারে ভারতীয় রপ্তানিকারকদের জন্য প্রতিযোগিতাকে খুব কঠিন করে তুলেছে। এর অর্থ হল ভিয়েতনাম বা বাংলাদেশ এবং পাকিস্তানের রপ্তানিকারকদের সামনে ভারতের টিকে থাকা কঠিন হয়ে উঠছে।
কোন পথে ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তিদীর্ঘদিন ধরেই চলছে এই কথা। ভারত ও ইউরোপীয় ইউনিয়ন চাইছে দু-জনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি। বর্তমানে সমস্ত অমীমাংসিত বিষয় সমাধানের জন্য আগামী মাসে দুটি গুরুত্বপূর্ণ বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নয়াদিল্লি সূত্র বলছে, ইউরোপীয় আধিকারিকদের একটি প্রতিনিধিদল এই সপ্তাহে নয়াদিল্লি সফরে আসার কথা রয়েছে। যেখানে তারা বাজার অ্যাক্সেস, কৃষি পণ্যের উপর শুল্ক ও বিশেষ করে ওয়াইন ও দুগ্ধজাত পণ্যের উপর শুল্ক মত-পার্থক্য নিয়ে আলোচনা করতে পারেন।
কেন এই চুক্তি ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্য়ে এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হচ্ছে, যখন ভারত ট্রাম্পের হাই ট্যারিফের চাপের মধ্যে রয়েছে। একই সঙ্গে হোয়াইট হাউস রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নের উপর ক্রমাগত চাপ দিচ্ছে। তাই চুক্তিটি ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
আমেরিকা বন্ধ হলে, নতুন বাজারের দিকে ঝুঁকবে ভারতআসলে, উভয় পক্ষই এই বছরের শেষের দিকে আলোচনা শেষ করার চেষ্টা করছে। কারণ ট্রাম্পের শুল্কের প্রভাবের কারণে, নয়াদিল্লি নতুন বাজার খুঁজছে। ইউরোপীয় ইউনিয়ন ভারতের একটি প্রধান বাণিজ্যিক অংশীদার ও ২০২৩-২৪ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ১৩৫ বিলিয়ন ডলার ছুঁয়েছে।
মনে করা হচ্ছে- ইউরোপীয় ইউনিয়ন ১৭ সেপ্টেম্বর ভারতের জন্য তাদের নতুন দৃষ্টিভঙ্গির নীলনকশা উপস্থাপন করবে। আগামী মাসের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করা হতে পারে।
ইউরোপীয় কমিশনের কৃষি কমিশনার ক্রিস্টোফ হ্যানসেন ও বাণিজ্য প্রধান মারোস সেফকোভিচ এই সপ্তাহে ভারত সফরে আসছেন। তাদের ভারতীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে সেই সময় হবে আলোচনা। কারণ উভয় পক্ষই এই বছরের শেষ নাগাদ মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষর করার লক্ষ্যে কাজ করছে।