Jammu And Kashmir: জম্মু ও কাশ্মীরের কুলগামে সেনা-জঙ্গি সংঘর্ষে খতম হয়েছে এক জঙ্গি। দু'পক্ষের এই গুলির লড়াইয়ে সেনার তরফেও তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে একজন সেনার অফিসার। সোমবার সকালে কুলগামে শুরু হয়েছে এই গুলির লড়াই। সেনা সূত্রে খবর, সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার এই এনকাউন্টে গুরুতর ভাবে জখম হয়েছেন। আহত সেনা আধিকারিকের অবস্থা সঙ্কটজনক। তবে এই সেনা অফিসারের পরিচয় প্রকাশ্যে আসেনি। 

দক্ষিণের কাশ্মীরের কুলগাম জেলার Guddar এলাকায় নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছিল। গোপন সূত্রে খবর ছিল, এখানকার ঘন জঙ্গলে কুলিয়ে রয়েছে জঙ্গিরা। ঘন জঙ্গলের আড়ালে গা-ঢাকা দেওয়া জঙ্গিদের খোঁজেই তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সেনার উপস্থিতি টের পেতেই গুলি চালানো শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। 

ভারতীয় সেনার চিনার কর্পসের তরফে এক্স মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ ও শ্রীনগর সিআরপিএফ একত্রিত হয়ে অভিযান শুরু করে। কুলগামের Guddar জঙ্গলে শুরু হয়েছিল তল্লাশি অভিযান। এই এলাকায় সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করা গিয়েছিল। সেনার অভিযান শুরু হতেই তাদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে এক জঙ্গি। আহত হয়েছেন এক সেনা আধিকারিক। অভিযান এখনও জারি রয়েছে বলে জানানো হয়েছে সেনার তরফে। 

অন্যদিকে, জম্মুর আর এস পুরা সেক্টরে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, এই অনুপ্রবেশকারীর নাম সিরাজ খান। তিনি পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সরগোধার বাসিন্দা। রবিবার রাত ৯টা ২০ মিনিট নাগাদ বিএসএফ অকটোরি আউটপোস্টে নজরদারি চালানোর সময় এই পাকিস্তানি অনুপ্রবেশকারীকে দেখতে পেয়েছিল। সীমানা পার না করার হুঁশিয়ারি দিয়ে কয়েক রাউন্ড গুলিও চালায় বিএসএফ। এরপর সীমান্তের কাঁটাতারের কাছ থেকেই গ্রেফতার করা হয়েছে এই অনুপ্রবেশকারীকে। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু পাকিস্তানি টাকা। কেন এই ব্যক্তি ভারতে ঢোকার চেষ্টা করছিলেন, কী ছিল তাঁর উদ্দেশ্য সেইসব জানতেই আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

এর পাশাপাশি জানা গিয়েছে, এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সোমবার জম্মু ও কাশ্মীর এবং ভারতের ৫ রাজ্যের মোট ২২টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে। জাতীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, সন্ত্রাসবাদী ষড়যন্ত্রের তদন্তে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জম্মু ও কাশ্মীরের ৯টি জায়গা, বিহারের ৮টি জায়গা, উত্তরপ্রদেশের ২টি জায়গা এবং কর্নাটক, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর একটি করে জায়গায় চলছে এনআইএ - এর অভিযান। জম্মু ও কাশ্মীরে বারামুলা, কুলগাম, অনন্তনাগ এবং পুলওয়ামা, এই চার জেলায় চলছে এনআইএ- অভিযান।