ওয়াশিংটন: ভারত-সহ BRICS দেশগুলিকে শুল্ক-হুঁশিয়ারি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। BRICS দেশগুলির উপর ১০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করলেন তিনি। শীঘ্রই এই শুল্ক কার্যকর হবে বলে জানালেন। শুধু তাই নয়, তামার উপর ৫০ শতাংশ শুল্ক বসানোর হুঁশিয়ারিও দিয়েছেন। ফার্মাসিউটিক্যাল সামগ্রীর উপর অত্যন্ত চড়া হারে, ২০০ শতাংশ হারে শুল্ক বসানো হবে বলেও জানিয়েছেন। ভারতের ঘাড়ে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপানোর হুমকিও দিলেন কার্যত। (Donald Trump)

১০টি দেশকে নিয়ে গঠিত একটি আন্তঃসরকারি সংগঠন BRICS. বিশ্বশান্তি, নিরাপত্তা, উন্নয়ন এবং ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা গড়ে তুলতেই BRICS-এর সূচনা। ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহি এর সদস্য দেশ। ট্রাম্পের শুল্কনীতি নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে BRICS. একতরফা ভাবে শুল্ক চাপানোর গোটা প্রক্রিয়াকে তারা 'বেআইনি' এবং 'স্বৈরাচারী' বলে উল্লেখ করে।  (Tariff War)

সেই নিয়ে একদিন আগেই BRICS-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ট্রাম্প। এবার চড়া শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন তিনি। শুধু তাই নয়, ভারতকে কার্যত হুমকি দিয়েছেন তিনি। জানালেন, BRICS-এর অন্যতম প্রতিষ্ঠাতা দেশ ভারতের ঘাড়ে অতিরিক্ত ১০ শতাংশ চাপানো হবে। ট্রাম্পের বক্তব্য, "আমাদের আঘাত করতে, বিশেষ করে ডলারের ক্ষতি করতেই BRICS-এর সূচনা। BRICS-এ থাকলে ওদের (ভারতকে) বাড়তি ১০ শতাংশ শুল্ক দিতে হবে। ওরা যদি চালাকির খেলা খেলে, আমিও খেলতে পারি। BRICS-এ শামিল সকলের উপর ১০ শতাংশ শুল্ক চাপবে।"

গত ৬ জুলাই BRICS-এর তরফে প্রকাশিত যৌথ বিবৃতিতে ট্রাম্পের শুল্কনীতির সমালোচনা করা হয়। রিও ডি জেনিরোতে আয়োজিত BRICS সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। আর তার পরই ভারতকে শুল্ক নিয়ে কার্যত হুমকি দিলেন ট্রাম্প। তাঁর বক্তব্য, "যে বা যারা ডলারের ক্ষতি করতে চাইবে, তাদের বড় মূল্য চোকাতে হবে। আমার মনে হয় না ওরা সেটা চাইবে।"

তবে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির কথাও উঠে এসেছে ট্রাম্পের মুখে। জানান, ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কাছাকাছি রয়েছে আমেরিকা। তবে BRICS নিয়ে তিনি বলেন, "আমি ভেবেছিলাম BRICS, হয়ত ভেঙেই গিয়েছে। কিন্তু কয়েক জনকে ঘোরাফেরা করতে দেখতে পাচ্ছি। BRICS তেমন কোনও বড় চ্যালেঞ্জ নয়, কিন্তু ওরা ডলারকে ধ্বংস করে দিতে চাইছে, যাতে অন্য কোনও দেশের আধিপত্য স্থাপন হয় এবং সেটিই মাপকাঠি হয়ে দাঁড়ায়। আমরা নিজেদের জায়গা ছাড়ব না। ডলার রাজা ছিল, রাজাই থাকবে।" 

 BRICS-কে রীতিমতো তুলোধনা করেন ট্রাম্প। BRICS-এর নীতিকে তিনি 'আমেরিকা বিরোধী' বলে উল্লেখ করেন। BRICS-এর সঙ্গে জুড়ে থাকলে ১০ শতাংশ বাড়তি শুল্ক দিতে হবে বলেও ঘোষণা করেছেন।