Cancer Risk From Dry Shampoos: ভাল করতে গিয়ে আদতে শরীরের ক্ষতি করছেন আপনি। মাথায় এই কোম্পানিগুলির ড্রাই শ্যাম্পু ব্যবহার করলে বাড়বে ক্যান্সারের ঝুঁকি। অন্তত সেই আশঙ্কায় বাজার থেকে বহু কোম্পানির শ্যাম্পু তুলে নেওয়ার নির্দেশ দিল 'ইউনিলিভার'। 


বিশ্বের অন্যতম প্রতিষ্ঠিত সংস্থা ইউনিলিভার জানিয়েছে, অনেক নামী শ্যাম্পুর ব্র্যান্ডেই ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক রয়েছে। তাই অবিলম্বে তা বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ইউনিলিভার মার্কিন বাজার থেকে Dove, Nexxus, Suave, TIGI, TRESemme, Aerosol ড্রাই শ্যাম্পু তুলে নিয়েছে।


এই রাসায়নিক থেকে ক্যান্সার হতে পারে


রিপোর্ট বলছে, ড্রাই শ্যাম্পুতে বেনজিনের উপস্থিতি পাওয়া গেছে। মানব দেহে এই রাসায়নিক ক্যান্সারের কারণ হতে পারে। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) অনুসারে, এই পণ্যগুলি 2021 সালের অক্টোবরের আগে তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে যা সারা দেশের খুচরো বিক্রেতাদের কাছে পাঠানো হয়। এর ক্ষতিকারক শ্যাম্পুর মধ্যে 'ডাভ ড্রাই শ্যাম্পু ভলিউম অ্যান্ড ফুলনেস', 'ডোভ ড্রাই শ্যাম্পু ফ্রেশ কোকোনাট', 'নেক্সাস ড্রাই শ্যাম্পু রিফ্রেশিং মিস্ট' ও 'সুয়েভ প্রফেশনালস ড্রাই শ্যাম্পু রিফ্রেশ অ্যান্ড রিভাইভ'-এর নাম রয়েছে।


এফডিএ তার বিজ্ঞপ্তিতে এই বলেছে


ইতিমধ্যেই বিষয়টি নজরে এসেছে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এর। FDA জানতে পেরেছে, বেনজিন শরীরে গেলে মানুষের ক্যান্সার হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই ওই প্রোডাক্টগুলি প্রত্যাহারের জন্য বলেছে সংস্থা। একটি বিজ্ঞপ্তিতে এফডিএ বলেছে, বেনজিন বিভিন্ন উপায়ে মানবদেহে প্রবেশ করতে পারে। এটি গন্ধের মাধ্যমে মুখ দিয়ে ও ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। এর ফলে লিউকেমিয়া ও ব্লাড ক্যান্সার হতে পারে। এফডিএ-র মতে, অবিলম্বে এই ধরনের পণ্য ব্যবহার বন্ধ করা উচিত ক্রেতাদের। এই ধরনের পণ্যের অর্থ ফেরত পেতে UnileverRecall.com-এর ওয়েবসাইটে যাওয়া উচিত তাদের। যদিও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইউনিলিভার ।


এরোসল নিয়ে প্রশ্ন উঠেছে


এখানেই শেষ নয়, ইউনিলিভারের এই পদক্ষেপ ফের পার্সোনাল কেয়ারের পণ্যে অ্যারোসলের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। গত দেড় বছরে বাজার থেকে অনেক অ্যারোসল সানস্ক্রিন ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে রয়েছে জনসন অ্যান্ড জনসনের নিউট্রোজেনা, এজওয়েল পার্সোনাল কেয়ার কোকা বানানা বোট ও বেয়ার্সডর্ফ এজি-এর কপারটোন।


আগেই ফিরিয়ে আনা হয়েছিল এই পণ্যগুলি


গত বছর Procter & Gamble ৩০টিরও বেশি Aerosol Spray Haircare Products প্রত্যাহার করেছে। এর মধ্যে রয়েছে ড্রাই শ্যাম্পু ও ড্রাই কন্ডিশনার। সেই সময় এই ধরনের পণ্যে সম্ভবত বেনজিন থাকার কথা বলেছিল কোম্পানি। এছাড়াও, সংস্থাটি এক ডজনেরও বেশি ওল্ড স্পাইস ও সিক্রেট ব্র্যান্ডের ডিওডোরেন্ট ও স্প্রে প্রত্যাহার করেছিল। কোম্পানির আশঙ্কা ছিল, সেগুলিতে বেনজিন থাকতে পারে।


আরও পড়ুন : Google Fined: ভারতে গুগলকে ৯৩৬.৪৪ কোটি টাকা জরিমানা, এক সপ্তাহে দ্বিতীয়বার !