Driving License Rule: ভারতে রাস্তায় কাউকে গাড়ি চালাতে হলে, তার জন্য সরকারিভাবে একটি অনুমতি প্রয়োজন হয় আর তাকেই বলা হয় ড্রাইভিং লাইসেন্স। গাড়ি চালানোর জন্য এই লাইসেন্স (Driving License Rule) থাকা সবথেকে বেশি জরুরি। এই ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি গাড়ি চালাতে পারবেন না। মোটর ভেহিকল অ্যাক্ট অনুসারে গাড়ি চালানোত সময় এই নথি না থাকলে বড় জরিমানাও হতে পারে। ভারতে ১৮ বছরের বেশি বয়সী যে কোনো ব্যক্তি এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন।
এই ড্রাইভিং লাইসেন্স করানোর জন্য আপনাকে যেতে হবে আপনার বাড়ির (Driving License Rule) নিকটস্থ আরটিও অফিসে। প্রথমে অনলাইনে পরীক্ষা হবে, তারপর সেই পরীক্ষায় পাশ করলে আপনি পাবেন লার্নিং লাইসেন্স। এরপরে আপনাকে আরটিও অফিসে গিয়ে পরীক্ষা দিতে হবে। এরপরেই আপনি স্থায়ীভাবে একটি লাইসেন্স পাবেন। আর এই ড্রাইভিং লাইসেন্স (Driving License Rule) নেওয়ার সময় কেউ যদি আপনার থেকে ঘুষ চায়, তাহলে তাঁর বিরুদ্ধে আপনি অভিযোগও জানাতে পারেন। কোথায় এবং কীভাবে জানাবেন অভিযোগ ? দেখে নিন বিস্তারিতভাবে।
আরটিও অফিসে অভিযোগ জানাতে পারেন
ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সময় কেউ ঘুষ চাইলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য আপনার নিকটস্থ আঞ্চলিক পরিবহন অফিস বা আরটিও অফিসে যেতে হবে। এখানে ড্রাইভিং লাইসেন্সের (Driving License Rule) আবেদন করার সময় একটি ফি দিতে হবে। নির্ধারিত ফি-এর বেশি এক টাকাও দেওয়ার নিয়ম নেই মোটর ভেহিকল অ্যাক্ট অনুসারে। আর যদি কেউ এই নির্ধারিত ফি-এর বেশি টাকা দাবি করে আপনার কাছে তাহলে আপনি তা দেবেন না এবং তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাবেন। সেই আরটিও অফিসেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন আপনি। প্রায় সব আরটিও অফিসেই অভিযোগপত্র রয়েছে। সেখানে অভিযোগের ব্যাপারে বিস্তারিত লিখে জানাতে হবে।
দুর্নীতি দমন শাখায় ফোন করতে পারেন
ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আপনার থেকে কোনো ধরনের ঘুষ চাওয়া হলে অথবা আরটিও অফিসার নিজেই আপনার থেকে ঘুষ চাইলে আপনি দুর্নীতি দমন শাখায় অভিযোগ জানাতে পারেন। এর জন্য আপনাকে টোল ফ্রি নম্বর ১০৩১-এ কল করতে হবে। আর কলের মাধ্যমেই আপনার অভিযোগ নথিভুক্ত হবে। এছাড়া ই-মেল, বা কলের মাধ্যমে ভিজিল্যান্স বিভাগেও আপনি অভিযোগ জানাতে পারেন। আবার এই অফিসের পোর্টালে গিয়েও আলাদাভাবে অভিযোগ জানানো যায়।
আরও পড়ুন: Samsung Offer: স্যামসাংয়ের ফোনে বড় সুযোগ, ৩১ ডিসেম্বর পর্যন্ত এই পরিষেবা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে