Economic Survey 2023 Highlights: বাজেটের আগের দিন আর্থিক সমীক্ষা রিপোর্টে 'ধাক্কা'। সরকারের পেশ করা আর্থিক সমীক্ষা রিপোর্টে কমল বৃদ্ধির হার। চলতি আর্থিক বছরে বৃদ্ধির হার প্রায় ৭ শতাংশ হওয়ার সম্ভাবনা।


২০২১-২২ অর্থবর্ষে বৃদ্ধির হার ছিল ৮.৭ শতাংশ।চিন্তা বাড়িয়ে এক বছরে মাত্র দশমিক ৩ শতাংশ কমল রাজস্ব ঘাটতি। গত অর্থবর্ষে ৬.৭ শতাংশ থেকে রাজস্ব ঘাটতি হয়েছে ৬.৪ শতাংশ হয়েছে। ২০২৩ অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার হতে পারে ৬.৮ শতাংশ। অন্তত তেমনই বলছে দেশের আর্থিক সমীক্ষা।


দেশের আর্থিক রূপরেখা তৈরি আগেই পেশ হল ২০২৩ সালের ইকোনমিক সার্ভে রিপোর্ট। মঙ্গলবার বাজেট অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের পরই এই আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 


Budget 2023: কী রয়েছে সেই রিপোর্টে ?
দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ২০২৪ অর্থবর্ষে জিডিপির হার ৬-৬.৮ শতাংশ বাড়তে পারে বলে আশা করছে সরকার। মূলত, গত তিন বছর ভূ-রাজনৈতিক পরিস্থিতির জন্য চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতের অর্থনীতি। সেই জায়গায় দাঁড়িয়ে আপাতত এই আর্থিক বৃদ্ধি প্রত্যাশা করছে সাউথ ব্লক।  


দেশের আর্থিক সমীক্ষা রিপোর্ট বলছে , চলতি অর্থবর্ষে মুদ্রাস্ফীতি ৬.৮ শতাংশ অনুমান করা হয়েছে, যা ব্যক্তিগত খরচ আটকানোর জন্য যথেষ্ট নয়। তবে এই মূল্যবৃদ্ধির হার বিনিয়োগকারীকেও সেভাবে দুর্বল করতে পারবে না। পরিসংখ্যান বলছে, গত তিন বছরের হিসেবে সবথেকে কম জিডিপি 


Economic Survey 2023: ভারতের জন্য কী ভাল খবর
সমীক্ষা রিপোর্ট বলছে, বিশ্ববাজারে মন্দার আশঙ্কা তৈরি হলেও সেই পরিস্থিতি গ্রাস করতে পারেনি ভারতকে। আগামী দিনেও বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতির দেশ হিসাবে ধরা হবে ভারতকে। মনে রাখতে হবে, পারচেজিং পাওয়ার প্যারিটি (ক্রয় ক্ষমতা সমতা) অনুসারে বিশ্বের আর্থিক তৃতীয় বৃহত্তম অর্থনীতি। বাকি বিনিময় হার বা এক্সচেঞ্জ রেটের দিক থেকে বিশ্বের পঞ্চম বড় অর্থনীতি ভারত।


Budget Session 2023: 'এমন ভারত হোক যাতে দারিদ্র থাকবে না', বাজেট অভিভাষণে আহ্বান রাষ্ট্রপতির