Share Market LIVE: হিনডেনবার্গ রিসার্চ রিপোর্টের জেরে থামছে না আদানি গ্রুপের পতন। মঙ্গলবারও ধস নামল আদানি গোষ্ঠীর স্টকে। এদিন সকালে বাজার খোলার পরই লোয়ার সার্কিট লেগে যায় আদানি উইলমার ও আদানি পাওয়ারে। তবে ঘুরে দাঁড়িয়েছে আদানি পোর্ট,আদানি এন্টারপ্রাইজ ও আদানি ট্রান্সমিশনের স্টকে।
Stock Market Update: আদানির কোন স্টকের কী অবস্থা ?
এদিন বেলা বাড়তেই আদানি এন্টারপ্রাইজ প্রায় ২ শতাংশ ওপরে উঠে যায়। একই পরিস্থিতি হয় আদানি পোর্টের। বেলা ১২টার সময় প্রায় এক শতাংশের কাছাকাঠি গতি ধরে এই স্টক। যদিও পতন জারি থাকে আদানি গ্রিনে। বাকি দুই স্টক পতন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লোয়ার সার্কিটে ঢুকে যায়। প্রায় ৫ শতাংশ ধসের কারণে লোয়ার সার্কিট লাগে এই স্টকদুটিতে। তবে কেবল আদানির স্টক নয়। এদিন অস্থিরতা দেখা গেছে নিফটি, সেনসেক্সে।
Adani Stock Crash : বিশ্বের সেরা ১০ ধনকুবেরের তালিকা থেকে ছিটকে গেলেন আদানি গ্রুপের (Adani Group) চেয়ারপার্সন গৌতম আদানি (Gautam Adani)। প্রায় ৮০০ কোটি ডলারের সম্পত্তি হাতছাড়া হয়েছে তাঁর। এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮ হাজার ৪০০ কোট ডলার। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেস্কে এই মুহূর্তে একাদশতম স্থানে রয়েছেন তিনি।
Share Market LIVE: প্রায় ৮০০ কোটি ডলারের সম্পত্তি হাতছাড়া হয়েছে আদানির
লগ্নি সংক্রান্ত বিষয়ে আমেরিকার গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) একটি রিপোর্টে সম্প্রতি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলা হয়। অভিযোগ ওঠে, ভারতের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী লাগাতার শেয়ার দরে কারচুপি করেছে, আর্থিক প্রতারণায় যুক্ত থেকেছে। তার পর থেকেই শেয়ার বাজারে লাগাতার ক্ষতির সম্মুখীন হয়েছেন আদানি। এ বার সেরা ১০ ধনকুবেরের তালিকার বাইরে চলে গেলেন তিনি। শীঘ্রই এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপাও হারাতে চলেছেন বলে প্রমাদ গোনা শুরু হয়েছে।
Adani Response To Hindenburg: হিনডেনবার্গ বনাম আদানি
হিন্ডেনবার্গ রিসার্চের ২৪ জানুয়ারির প্রতিবেদনটিকে মিথ্যে বলে বর্ণনা করেছে আদানি গ্রুপ। তাদের মতে, ভুয়ো তথ্যের ওপর ভিত্তি করে অসৎ উদ্দেশ্যে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আর্থিক তথ্য় গোপনের যে অভিযোগ করা হয়েছে তা সর্বৈব মিথ্যে। মূলত, এই রিপোর্ট প্রকাশ করে শর্ট সেলিংয়ের মাধ্যমে বিনিয়োগকরীদের বিপুল অর্থের ক্ষতি করেছে আমেরিকার রিসার্ট সংস্থা।
Adani Share Crash: আদানির ক্ষতিতে কীভাবে লাভবান হিনডেনবার্গ ?
নিউইয়র্ক ফার্ম হিনডেনবার্গ শর্ট সেলিংয়ে বিশেষজ্ঞ একটি সংস্থা। আদানি গ্রুপ মাত্র দুটি ট্রেডিং সেশনে হিনডেনবার্গ রিপোর্টের কারণে 50 বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাজারমূল্য হারিয়েছে। আদানি নিজেও 20 বিলিয়ন মার্কিন ডলারের বেশি লোকসান করেছে। যদিও আদানির বিভিন্ন কোম্পানিতে শর্ট করে লাভবান হয়েছে হিনডেনবার্গ।
Adani Response To Hindenburg: হিনডেনবার্গের কটা প্রশ্নের জবাব দিল আদানি ?
আদানি জানিয়েছে, হিনডেনবার্গের ৮৮টি প্রশ্নের মধ্যে ৬৫টি বিষয় ইতিমধ্য়েই আদানি পোর্টফোলিও সংস্থাগুলি যথাযথভাবে প্রকাশ করেছে। বাকি ২৩টি প্রশ্নের মধ্যে ১৮টি পাবলিক শেয়ারহোল্ডার ও থার্ড পার্টির সঙ্গে সম্পর্কযুক্ত। বাকি ৫টি প্রশ্ন কাল্পনিক ও ভিত্তিহীন।
Adani Response To Hindenburg: 'মিথ্যে বলছে হিনডেনবার্গ', পাল্টা ৪১৩ পাতার প্রতিক্রিয়া আদানির