Electric Scooter Fire: ওলা (Ola Electric Scooter), ওকিনাওয়ার (Okinawa e-scooters) পর ফের ইলেকট্রিক স্কুটারে আগুনের ঘটনা ঘটল দেশে। যার জেরে ইলেকট্রিক গাড়ির (Electric Scooter) সুরক্ষা নিয়েই উঠে গেল প্রশ্ন। এতদিন পেট্রল-ডিজেলের অতিরিক্ত দামের কারণে ইলেকট্রিক গাড়ির দিকেই ঝুঁকছিল দেশ। যদিও গত এক সপ্তাহে তিনটি ইলেকট্রিক স্কুটারে আগুন নতুন করে ভাবাচ্ছে দেশবাসীকে।
Electric Scooter Fire: কোথায় ঘটেছে তৃতীয় ঘটনা
সম্প্রতি ইভিতে অগ্নিকাণ্ডের ২৬ সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে সেই ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, টোল প্লাজার কাছে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে একটি স্কুটার থেকে। উত্তর চেন্নাইয়ের কাছে মানজামপক্কম এলাকার মথুরা টোল প্লাজার কাছে ঘটেছে এই ঘটনা। লাল রঙের এই ইলেকট্রিক স্কুটারটি হায়দরাবাদের কোনও কোম্পানি তৈরি করেছে বলে খবর। কোম্পানি জানিয়েছে, কেন এই ধরনের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে তারা।
Electric Scooter Fire: এর আগে কোথায় বিপত্তি ?
গত সপ্তাহেই নীল রঙের Ola S1 Pro ই-স্কুটারে আগুন লাগে। পুনেতে একটি রাস্তার পাশে পার্ক করা ছিল সেই স্কুটার। প্রথমে ধোঁয়া বের হলেও পরে বিকট শব্দ হয় স্কুটারে। এরপর দ্রুত আগুন গ্রাস করে ফেলে পুরো গাড়িটিকে। ঘটনার তদন্ত শুরু করেছে ওলা(Ola Electric Scooter)। পরবর্তীকালে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায় ভেলোরে। সেখানেও বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে একটি ওকিনাওয়া ই-বাইক আগুন লেগে যায়। যার ফলে দুটি প্রাণহানির ঘটনা ঘটে।
Electric Scooter Fire: কী বলছে ওকিনাওয়া
এই প্রসঙ্গে মুখ খুলেছে ওকিনাওয়া অটোটেক। কোম্পানির তরফে বলা হয়েছে, তাদের বৈদ্যুতিক স্কুটারগুলি সর্বোচ্চ মানদণ্ড মেনে তৈরি করা হয়। এই বিশেষ কেসটি ব্যবহারকারীদের জন্য EV-র সঠিক ব্যবহার ও চার্জিং নির্দেশিকা বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামিলনাড়ুর মর্মান্তিক এই ঘটনা ভাবাচ্ছে সরকারকেও। ইতিমধ্যেই কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।