Traffic Challan Update: চালকের সুবিধার্থে রয়েছে ট্র্যাফিক আইন (Traffic Rules)। রাস্তায় এই আইন না মানলেই হবে জরিমানা। ভুল করে ট্র্যাফিকে রেড লাইট ক্রস করলেই বাড়বে বিপদ। সেই ক্ষেত্রে পুলিশ না থাকলে কী করে বুঝবেন , আপনার চালান কাটা হল কিনা ?


Traffic Rules: কীভাবে বুঝবেন চালানের বিষয় ?
অনেক সময় মানুষ অজান্তেই ট্র্যাফিক নিয়ম লঙ্ঘন করে। ধরুন, আপনি ভুলবশত লাল বাতি অতিক্রম করেছেন, এবার বুঝতে পারছেন না আপনার চালান কাটা হয়েছে কি না। এই পদ্ধতিতে সহজেই জেনে নিতে পারবেন আপনার চালান কাটা হয়েছে কি না !


Traffic Challan Update: চালান কেটেছে কি না জানবেন কীভাবে?


১ প্রথমে https://echallan.parivahan.gov.in ওয়েবসাইটে যান।


২ চেক চালান স্ট্যাটাস অপশনটি নির্বাচন করুন।


৩ স্ক্রিনে চালান নম্বর, গাড়ির নম্বর ও ড্রাইভিং লাইসেন্স নম্বর (ডিএল) বিকল্পটি পাওয়া যাবে।


৪ যানবাহনের নম্বরের অপশনটি নির্বাচন করুন।


৫ প্রয়োজনীয় বিবরণ পূরণ করে 'বিশদ বিবরণ পান' এ ক্লিক করুন।


৬ চালান কাটা হলে তার তথ্য স্ক্রিনে চলে আসবে।


Traffic Challan Update: চালান কাটা হলে কীভাবে পূরণ করবেন?


১ উপরে উল্লিখিত পুরো প্রক্রিয়াটি অনুসরণ করুন।
২ তারপর, আপনার চালানের তথ্য স্ক্রিনে খুলবে।
৩ পরিশোধ করার জন্য চালান নির্বাচন করুন।
৪ চালানের পাশাপাশি অনলাইন পেমেন্টের বিকল্প পাওয়া যায়, সেটি বেছে নিন।
৫ পেমেন্ট সম্পর্কিত তথ্য পূরণ করুন।
৬ পেমেন্ট নিশ্চিত করুন।
৭ এখন আপনার চালান পূরণ সম্পূর্ণ হবে।
দেশের বিভিন্ন রাজ্যে লাল বাতি অতিক্রম করার জন্য আলাদা জরিমানার বিধান রয়েছে। আমরা যদি দিল্লির কথা ধরি, তাহলে দিল্লিতে লাল বাতি ভাঙার জন্য 1000 টাকা চালান কাটা হয়। এই ক্ষেত্রে পুলিশের চালান কাটার ক্ষমতা আছে।


আরও পড়ুন : Honda City Hybrid 2022: হাইব্রিড মডেল আসছে হোন্ডা সিটির, এই তারিখে হবে লঞ্চ