নয়াদিল্লি: সম্প্রতি বিপুল অঙ্কের বিনিময়ে হাতবদল হয়েছে টুইটারের মালিকানা। ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে টুইটারের সব শেয়ার কিনে নিয়েছেন টেসলার মালিক এলন মাস্ক।
পরাগের বার্তা:
এরপর বৃহস্পতিবার একটি টুইট করেছেন টুইটারের সিইও পরাগ আগরওয়াল। সেখানে যা তিনি বলেছেন তার নির্যাস হল, 'টুইটারকে আরও ভাল করার জন্য তিনি এই দায়িত্ব নিয়েছিলেন। যেখানে প্রয়োজন সেটা ঠিক করার কাজও করা হয়েছে। পরিষেবা ভাল করার কাজও কাজও হয়েছে। হাতবদলের প্রক্রিয়ার মধ্যে চারপাশে এত আলোচনার মধ্যেও যে কর্মীরা মনোযোগ দিয়ে তাঁদের দায়িত্ব পালন করছেন, তাঁদের জন্য আমি গর্বিত।'
একটি সূত্রের খবর, চুক্তিটি সম্পূর্ণ হওয়ার পর ভারতীয় বংশোদ্ভুত সিইও পরাগ আগরওয়াল তাঁর পদ থেকে সরে যেতে পারেন।
মাস্কের টুইট:
বৃহস্পতিবারই এলন মাস্ক একটি টুইট করেন। সেখানে তিনি বলেছেন, টুইটার ডিএম-এ সিগন্যালের মতো এন্ড টু এন্ড এনক্রিপশন থাকা প্রয়োজন। যাতে কেউ মেসেজ হ্যাক না করা যায়। হাতবদলের বিষয়ে টুইটারের বোর্ড সবুজ সঙ্কেত দেওয়ার পরেই টুইটার নিয়ে কী কী পরিবর্তন করতে চান সেই বিষয়ে টুইট করেছেন এলন মাস্ক।
একটি লিক হওয়া অডিও ক্লিপে শোনা গিয়েছে, টুইটারের সিইও পরাগ আগরওয়াল তাঁর কর্মীদের বলছেন, কর্মীদের মনে যা যা প্রশ্ন রয়েছে তা নিয়ে এলন মাস্ক কথা বলতে পারেন। একটি রিপোর্টে বলা হয়েছে, এই মুহূর্তে সংস্থায় কোনওরকম ছাঁটাই হওয়ার সম্ভাবনা নেই।
আরও পড়ুন: আগামী মাসেই মুখোমুখি মোদি-বাইডেন, কী নিয়ে আলোচনা?