Tesla CEO Elon Musk: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। এবার নিজেই সেই খবরে সিলমোহর দিলেন টেসলা (Tesla Cars) তথা এক্স-এর প্রধান এলন মাস্ক (Elon Musk) । বিশ্বের এই ধনকুবের জানিয়েছেন, শীঘ্রই ভারত সফরে (Elon Musk India Visit) আসছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গেও দেখা করবেন।
কবে মোদির সঙ্গে মাস্কের বৈঠক
১০ এপ্রিল রাতে নিজের এক্স হ্যান্ডেল থেকে নিজেরে ভারত সফরের বিষয়ে নিশ্চিত করেছেন এলন মাস্ক। পোস্টে টেসলার সিইও জানিয়েছেন, তিনি ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তবে বৈঠকের তারিখের বিষেয় কিছু বলেননি তিনি।
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন এলন মাস্ক
গত এক বছরে দুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন ইলন মাস্ক। তবে, এই প্রথম ভারতেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করবেন ইলন মাস্ক। ইলন মাস্কের এই সফর নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। ইলন মাস্ক ভারতের বাজারে লঞ্চ করতে চলেছেন তার কোম্পানি টেসলা। ভারতের বাজারে টেসলার ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে।
কেন টেসলা নিয়ে এত উন্মাদনা
টেসলা বিশ্বের বৈদ্যুতিক যানবাহন উত্পাদনকারী বৃহত্তম সংস্থাগুলির মধ্যে একটি। ভারতে টেসলার গাড়ি উৎপাদন এখনও শুরু হয়নি। ভারতের বাজারে কোনও মডেল লঞ্চ করেনি মাস্কের কোম্পানি। বিশ্বে গাড়ির বিক্রির দিকে তাকালে ভারত এই গাড়িগুলির তৃতীয় বৃহত্তম বাজার। যেকারণে এখন সংস্থার ইলেকট্রিক গাড়ি ভারতের বাজারে আনতে চান এলন মাস্ক।
রাইট হ্যান্ড ড্রাইভের জন্য উৎপাদন শুরু
সম্প্রতি টেসলার যান সম্পর্কে নতুন খবর পাওয়া যায়। সংস্থাটি ভারতীয় ড্রাইভারদের কথা মাথায় রেখে বার্লিনে ডান হাতের চালকদের জন্য গাড়ির উত্পাদন শুরু করেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের তৃতীয় সপ্তাহে টেসলার একটি দল ভারত সফর করতে পারে, যারা ভারতে একটি উৎপাদন কারখানা স্থাপনের স্থান নির্ধারণ করতে যাচ্ছে।
সরকারের নতুন ইভি নীতি
গত মাসেই বৈদ্যুতিক গাড়ি নিয়ে নতুন নীতি এনেছে সরকার। এই নতুন নীতি থেকে এটা স্পষ্ট যে, সরকার ভারতে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বাড়াতে চায়। এই নীতি অনুসারে, অটোমোবাইল সংস্থাগুলি যারা ভারতে বৈদ্যুতিক যান আনতে চায়, তাদের ভারতে কমপক্ষে 4150 কোটি টাকা অর্থাৎ 500 মিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে। এছাড়াও, এই সংস্থাগুলিকে তিন বছরের মধ্যে ভারতে উত্পাদন শুরু করতে হবে। এছাড়াও, গাড়িতে ব্যবহৃত যন্ত্রাংশের 25 শতাংশ শুধুমাত্র ভারত থেকে কিনতে হবে। এই নীতির মাধ্যমে সরকার দেশে সর্বোচ্চ বিনিয়োগ আনার দিকে নজর দিচ্ছে।