UPI Update : ডিজিটাল পেমেন্টের (Digital Payment) সুবিধা নিতে আজ অন্যতম হাতিয়ার ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস UPI । যদিও এর মধ্যে রয়েছে কিছু সীমাবদ্ধতা। এবার এই সীমাবদ্ধতা দূর করতে বড় পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)।


UPI-তে কী সীমাবদ্ধতা ছিল এতদিন 
UPI অনেক ক্ষেত্রে এতদিন ব্যবহারকারীর কাজে বাধা তৈরি করত। যার ফলে আপনার অনলাইন ওয়ালেটে টাকা থাকা সত্ত্বেও ওয়েব বা মোবাইল অ্যাপ্লিকেশন ছাড়া অন্য কোনও কাজে UPI লেনদেন করা যেতে না। এই সমস্যা দূর করতে এবার  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)নতুন নিয়ম নিয়ে এসেছে। এখন থেকে UPI ব্যবহারকারীরা অন্য কোনও থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদের ওয়ালেটের টাকা ব্যবহার করতে পারবেন। যদি আপনার PhonePe ওয়ালেটে টাকা থাকে, তাহলে আপনি যেকোনও থার্ড-পার্টি UPI যেমন Paytm UPI থেকে তা ব্যবহার করতে পারবেন।


UPIs ব্যবহার করে PPI-এর জন্য RBI-এর নতুন নিয়ম
গত 5 এপ্রিল ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (PPI)ব্যবহারকারীদের রেগুলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের মতো ইউপিআই পেমেন্ট করতে থার্ড পার্টি ইউপিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পিপিআই লিঙ্ক করার অনুমতি দেওয়ার প্রস্তাব করেছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস । তিনি বলেন,"পিপিআই হোল্ডারদের আরও সুবিধা দেওয়ার জন্য,এখন তৃতীয় পক্ষের ইউপিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পিপিআই লিঙ্ক করার অনুমতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এটি পিপিআই হোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টহোল্ডারদের মতো ইউপিআই পেমেন্ট করতে দেবে।" 


PPI ব্যবহারকারীদের থার্ড-পার্টি UPI-এর সঙ্গে লিঙ্ক করলে কী পরিবর্তন হবে 
এই বিষয়ে  ইয়েস সিকিউরিটিজের রিসার্চের প্রধান শিবাজি থাপলিয়ালের উদ্ধৃতি দিয়ে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাহকরা তাদের যে কোনও ওয়ালেট অ্যাক্সেস করতে তাদের UPI অ্যাপ ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে ওয়ালেট ও UPI অ্যাপটি অন্য কোম্পানির হলেও সমস্যা।


RBI New Rule: কী নতুন সুবিধা পাবেন আপনি ?


ধরা যাক, আপনার কাছে একটি PhonePe Wallet আছে যার মধ্যে কিছু বকেয়া ব্যালেন্স  পড়ে আছে। এখন আপনি PhonePe ওয়ালেটে ব্যালেন্স কাজে লাগাতে PhonePe অ্যাপের মাধ্যমে নাও যেতে পারেন। আপনি অন্য কোনও তৃতীয় পক্ষের UPI অ্যাপের মাধ্যমে কাজ সারতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে কোনও অসুবিধায় পড়তে হবে না।


আরও পড়ুন: Mutual Fund: এই ফান্ডে বিনিয়োগ করলে ১ লাখ থেকেই পেতেন ৯.৬ লাখ টাকা, কত বছরে আসত এই রিটার্ন ?