AI Update: মাইক্রোসফ্ট ও গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাকে কড়া টক্কর দিতে আসছেন এলন মাস্ক। ট্যুইটার ও টেসলার কর্ণধার জানিয়েছেন, তাঁর AI বদলে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তার ভাষা। গ্রাহকদের প্রশ্নের উত্তরে শেখানো বুলি আওড়াবে না এই প্রযুক্তি। পলিটিক্যালি কারেক্ট থাকার পরিবর্তে "সত্য-সন্ধানী AI" হবে এই ট্রুথজিপিটি (TruthGPT)। 


TruthGPT News: সম্প্রতি নিজের নতুন AI নিয়ে মুখ খুলেছেন মাস্ক। যেখানে তিনি জানিয়েছেন, বাকিদের একেবারে অন্য ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট নিয়ে আসতে চলেছেন তিনি। তবে এরই মধ্যে এক সাক্ষাকারে চ্যাটজিপিটির ভয়াবহতা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন এই ধনকুবের। তিনি বলেছেন, ''এই ধরনের আর্টিফিসিআল ইনেটলিজেন্সের মাধ্যমে সভ্যতা ধ্বংসের দিকে যেতে পারে।"


Elon Musk Update : কোথায় আলাদা হবে মাস্কের AI ?
গুগল, মাইক্রোসফ্টের থেকে কোথায় আলাদা হবে মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা। যা নিয়ে একটি ইন্টারভিউতে নিজেই তাঁর ভাবনা প্রকাশ করেছেন ট্যুইটারের সিইও। মাস্ক বলেছেন, বর্তমান স্টার্টআপগুলি ওপেনএআই-কে ''পলিটিক্যালি কারেক্ট' হতে শেখাচ্ছে। যার অর্থ আগামী দিনে এই চ্যাটবটগুলি শেখানো বুলি আওড়াবে। সেখানে আমি এমন কিছু শুরু করতে যাচ্ছি, যাকে বলা যায় TruthGPT,এটি একটি সত্য-সন্ধানী AI যা মহাবিশ্বের বিষয়বস্তু বোঝার চেষ্টা করবে।" 


নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা তৈরির জন্য এলন মাস্ক নাকি ১০ হাজার graphics processing units (GPUs) কিনেছেন। AI ডেভেলপমেন্টের জন্য ট্যুইটারের কোনও ডেটা সেন্টার থেকে এই তথ্য জানা গিয়েছে। বর্তমানে এলন মাস্ক ট্যুইটারের সিইও এবং মালিকও বটে। এছাড়াও টেসলা এবং স্পেস এক্স নামের সংস্থা রয়েছে এলন মাস্কের। 


আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় এলন মাস্ক নতুন নন। এর আগে ২০১৫ সালে OpenAI প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। অর্থাৎ এই ডোমেনে মাস্ক নতুন নন। তবে এই OpenAI প্ল্যাটফর্ম ছিল একটি নন-প্রফিট রিসার্চ সংস্থা। তাদের মূল লক্ষ্য ছিল AI safety এবং বন্ধুত্বপূর্ণ AI টুল নির্মাণ করা। বর্তমানের ChatGPT নির্মাণের পিছনে রয়েছে এই OpenAI কোম্পানি। ২০১৮ সালে অবশ্য OpenAI কোম্পানি থেকে সরে যান এলন মাস্ক। এবার শোনা যাচ্ছে, এলন মাস্কের নতুন AI venture, X.AI Corp একটি এমন সংস্থা হতে চলেছে যা লাভজনক বা বলা যায় লাভের সুযোগ করে দেবে। এলন মাস্কের AI venture- এর কথা শুনে বিশেষজ্ঞদের অনেকেই বলছেন যে আসলে ChatGPT-র প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আসছে X.AI Corp। 


আরও পড়ুন : UPI Payment: ইন্টারনেট ছাড়াই ইউপিআই পেমেন্ট ! জেনে নিন কীভাবে