Elon Musk: ফের ট্যুইটারে (Twitter)নতুন বৈশিষ্ট্য়ের সংযোজন। এবার আগের থেকে আরও বড় পোস্ট করতে পারবেন ট্যুইটারে। খোদ এই বিষয়ে জানিয়েছেন, মাইক্রো ব্লগিং সাইটের সিইও এলন মাস্ক (Elon Musk)। 


Twitter Update: এবার ২৮০ ক্যারেক্টার লেখা যাবে পোস্টে
দায়িত্ব নেওয়ার পর থেকেই টুইটারের প্রতিনিয়ত নিত্য নতুন ঘোষণা করেছেন ট্যুইটারের সিইও এলন মাস্ক। এবার ট্যুইটারে ২৮০ ক্যারেক্টার লিখতে পারবেন ব্যবহারকারীরা। স্বাভাবিকভাবেই যাতে সুবিধা হবে মাইক্রো ব্লগিং সাইটের ইউজারদের।


Elon Musk: এলন মাস্ক ট্যুইটের সীমা ১০ হাজার অক্ষরে বাড়ানোর পরিকল্পনা করছেন
টুইটারের সিইও ইলন মাস্ক সোমবার জানিয়েছেন, মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম শীঘ্রই 'লংফর্ম টুইট' ১০ হাজার অক্ষরে নিয়ে যেতে চান তিনি। সম্প্রতি এক YouTuber একটি কোডিং-সম্পর্কিত ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে তিনি ট্যুইটারের নতুন আপডেটের বিষয়ে মাস্ককে প্রশ্ন করেন। সেখানেই মাস্ক জানান, শীঘ্রই ১০ হাজার অক্ষরের লংফর্ম পোস্ট করা যাবে ট্যুইটারে। 


Twitter Update: এই নতুন আপডেট নিয়ে কী প্রতিক্রিয়া দিয়েছেন ট্যুইটারাতিরা 
অনেক ব্যবহারকারী টুইটার সিইওর পোস্টে তাদের মতামত প্রকাশ করেছেন। কেউ জানিয়েছেন, বিষয়টি তাদের কাজে দেবে।  কেউ আবার মাস্কের নতুন এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন।  একজন ব্যবহারকারী যেমন বলেছেন, "আপনি একজন পাগল,"। তবে অনেকে প্রশংসাও করে বলেছেন," বাহ! এটা সত্যিই ভাল খবর। এটাই প্রকৃত মাইক্রোব্লগিং!"


Elon Musk: গত মাসেও বড় ঘোষণা করেছিল কোম্পানি
গত মাসেই কোম্পানি ঘোষণা করে, মার্কিন যুক্তরাষ্ট্রে ব্লু গ্রাহকরা প্ল্যাটফর্মে ৪ হাজার অক্ষর পর্যন্ত ট্যুইট পোস্ট করতে পারবে। কেবল ব্লু গ্রাহকরা দীর্ঘ ট্যুইট পোস্ট করতে পারবেন। কিন্তু যাদের ব্লু সাবস্ক্রিপশন নেই তারা কেবল ট্যুইট পড়তে, উত্তর দিতে, রিট্যুইট করতে ও কোট  করতে পারবেন।


Twitter Down: সম্প্রতি বিশ্বজুড়ে বিভিন্ন প্রান্তে ডাউন হয়েছে ট্যুইটার (Twitter)। সোশাল মিডিয়ায় (Social Media) ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা। অনেকেই অভিযোগ করেছেন তাঁরা ঠিকভাবে ট্যুইট দেখতে পাচ্ছেন না। জনপ্রিয় মাইক্রোব্লগিং সংস্থায় কর্মী ছাঁটাইয়ের জন্য অনেকদিন ধরেই টালমাটাল অবস্থা চলছে। তার মধ্যে এভাবে ট্যুইটার ডাউন হয়ে যাওয়ায় এই মাধ্যমের পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন। বিশ্বের বিভিন্ন প্রান্তের ট্যুইটার ইউজাররা জানিয়েছেন, তাঁরা তাঁদের ট্যুইটার ফিড অ্যাকসেস করতে যাওয়ার সময় “Welcome to Twitter! This is the best place to see what’s happening in your world. Find some people and topics to follow now”- এই বার্তা পেয়েছেন। 


Aadhaar-PAN link: আধার-প্যান লিঙ্ক করলে পাবেন এই সুবিধাগুলি, ৩১ মার্চ শেষ তারিখ