নয়াদিল্লি: মাইক্রোব্লগিং সাইট X (সাবেক Twitter) বিক্রি করে দিলেন ইলন মাস্ক। ৩৩ বিলিয়ন ডলার মূল্যে X বিক্রি করলেন তিনি, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ৮২ কোটি টাকা। তিন বছর আগেই Twitter অধিগ্রহণ করে, তার নয়া নামকরণ করেন মাস্ক। দু'বছরের মধ্যে সেই X বিক্রির করে চমক দিলেন তিনি। তবে অন্য কাউকে নয়, নিজেরই স্টার্ট আপ সংস্থা xAI-কে X বিক্রি করলেন ধনকুবের মাস্ক। (Elon Musk Sells X)

X বিক্রির ঘোষণা মাইক্রোব্লগিং সাইটেই ঘোষণা করেছেন মাস্ক। তিনি লেখেন, 'xAI সংস্থা X-কে অধিগ্রহণ করেছে। সব মিলিয়ে xAI-এর বাজারমূল্য ৮০ বিলিয়ন ডলার এবং X-এর ৩৩ বিলিয়ন ডলার। বিশ্বের অন্যতম শীর্ষ AI সংস্থা xAI. দুই সংস্থার মেলবন্ধনে কোটি কোটি মানুষ উপকৃত হবেন, যাঁরা সত্য এবং জ্ঞানের সন্ধান করেন'। অর্থাৎ নিজের সংস্থাকেই X বিক্রি করে চমক দিলেন মাস্ক। (X Sold)

২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলার মূল্যে তদানীন্তন Twitter কিনে নেন মাস্ক। সংস্থার সমস্ত ঋণও মাস্কের মাথাতেই চাপে। ২০২৪ সালে ChatGPT-কে টেক্কা দিতে নিজের AI সংস্থা xAI-এর সূচনা করেন মাস্ক। এবার X এবং xAI-কে মিলিয়ে দিলেন তিনি। এর ফলে X-এ কোটি কোটি মানুষের যে তথ্য রয়েছে, সরাসরি তা xAI-এর হাতে চলে গেল। এই মেলবন্ধন ঘটিয়ে মাস্ক যদিও বিপ্লব ঘটানোর ঘোষণা করেছেন, কিন্তু অশনি সঙ্কেত দেখছেন প্রযুক্তিবিদরা। 

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই xAI-এর চ্যাটবট Grok 3-র আগমন ঘটে নেট দুনিয়ায়। ChatGPT এবং DeepSeek-কে কড়া টক্কর দিতে শুরু করেছে Grok. সেই আবহেই নয়া ঘোষণা মাস্কের। এর নেপথ্যে অর্থনৈতিক কৌশল দেখছেন অনেকেই। X এবং xAI-এ তাবড় বিত্তশালীদের বিনিয়োগ রয়েছে। AI, Data Centre এবং computing-এ লাগাতার বিনিয়োগ বেড়েও চলেছে। মালিকানা বদলের নেপথ্যে অর্থ বড় কারণ বলে মনে করছেন কেউ কেউ। 

২০১৫ সালে স্যাম অল্টম্যানের সঙ্গে মিলে OpenAI সংস্থার প্রতিষ্ঠা করেন মাস্ক। কিন্তু স্যামের সঙ্গে আইনি লড়াই চলছে মাস্কের। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, জাপানের SoftBank-এর থেকে ৪০ কোটি ডলারের বিনিয়োগ ঢুকছে OpenAI-তে। গত বছর OpenAI কিনতেও উদ্যোগী হয়ে ওঠেন মাস্ক। কিন্তু তাঁর প্রস্তাব খারিজ করে দেন স্যাম।  তাই X এবং xAI-এর মধ্যে মেলবন্ধন ঘটিয়ে মাস্ক আসলে প্রতিযোগীদের জোর ধাক্কা দিলেন বলে মনে করছেন কেউ কেউ। কারণ গোড়া থেকেই মাস্ক বলে আসছিলেন, X-কে তিনি 'everything App'-এ পরিণত করবেন। অর্থাৎ নেটদুনিয়ায় মানুষের যাবতীয় প্রয়োজন মেটাতে পারে একটি অ্যাপই। সেই লক্ষ্যে মাস্ক অনেকটাই এগিয়ে গেলেন।