নয়াদিল্লি: সব জল্পনার অবসান। শেষপর্য়ন্ত এলন মাস্কের হাতেই যাচ্ছে টুইটার। প্রতি শেয়ারে ৫৪.২ ডলার দামে বিক্রি হচ্ছে টুইটার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোনও বেসরকারি সংস্থা হস্তান্তর হওয়ার ক্ষেত্রে বিশ্বে এটা সবচেয়ে বড় চুক্তি। মোট ৪৪ বিলিয়ন ডলারে চুক্তি হচ্ছে।


সোমবার সন্ধে পর্যন্তও তেমনই ইঙ্গিত ছিল টুইটারের তরফে। টুইটারের সংস্থা (Twitter Inc) সূত্রে খবর ছিল, সব ঠিক থাকলে এলন মাস্কের দেওয়া প্রস্তাবেই সাড়া দেওয়া হবে। সম্প্রতি টেসলার (Tesla) মালিক এলন মাস্ক জানিয়েছিলেন, টুইটারের প্রতিটা শেয়ারের জন্য ৫৪.২ ডলার করে দাম দেবেন তিনি। আর সেই টাকা দেবেন নগদে। টুইটার কেনার জন্য এটাই তার শেষ অফার বলেও জানিয়েছিলেন তিনি। 


অবশেষে সিদ্ধান্ত:
টুইটারের (Twitter) বর্তমান বোর্ড চুক্তি নিয়ে কী বলে তার উপর নির্ভর করছিল অনেক কিছু। শেষ পর্যন্ত এই চুক্তিতেই সায় মিলল। এই চুক্তি নিয়ে এলন মাস্ক বা টুইটার কারও তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। 


কী প্রস্তাব দিয়েছিলেন মাস্ক:
টুইটারের প্রতিটি শেয়ারের জন্য় ৫৪.২০ মার্কিন ডলার (US Dollar) দিতে প্রস্তুত এলন মাস্ক। টুইটারের বিপুল সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনার ব্যবহার করবেন তিনি। এমনটাই জানিয়েছিলেন এলন মাস্ক।  এলন মাস্কের প্রস্তাবের কথা সামনে আসার পরই লাফিয়ে বেড়েছিল টুইটারের শেয়ার দর। বৃহস্পতিবার U.S. Securities and Exchange Commission-এ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন টেসলা প্রধান এলন মাস্ক। এর আগেই টুইটারের শেয়ার কিনেছিলেন তিনি। ৪ এপ্রিল প্রকাশ্যে এসেছিল সেই খবর। সেবারও ওই খবর সামনে আসতেই রকেটগতিতে বেড়েছিল সোশ্যাল মিডিয়া সংস্থাটির শেয়ারের দর।  এলন মাস্ক (Elon Musk) বলেছেন, 'টুইটারে আমি বিনিয়োগ করেছি কারণ বিশ্বাস করি বিশ্বজুড়ে বাক-স্বাধীনতার অন্যতম মাধ্যম হিসেবে জায়গা করে নেবে টুইটার। আমি মনে করি বাক-স্বাধীনতা গণতন্ত্রের জন্য প্রয়োজনীয়।' তিনি আরও বলেছেন, বিনিয়োগের পর থেকে আমি বুঝেছি এখন যা পরিস্থিতি তাতে সংস্থা টিকে থাকতে পারবে না। টুইটারকে বেসরকারি সংস্থাতে পরিবর্তিত করতে হবে।' 


আরও পড়ুন:  Kia EV6 আসছে ভারতে, কবে লঞ্চ হবে জানেন ?