কলকাতা: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে তুমুল জনপ্রিয় X- আগে যা ট্যুইটার নামে পরিচিত ছিল। এবার তারা টক্কর নিতে চলেছে গুগল-মালিকানাধীন ইউটিউবের সঙ্গে। IANS-এর সূত্রের খবর, X-এর সিইও Linda Yaccarino ঘোষণা করেছেন যে শীঘ্রই একটি Tv App আনতে চলেছে এলন মাস্কের X প্ল্যাটফর্ম। যেখানে উচ্চ মানের ভিডিও (High Qualitry Video) আপলোড করতে পারবেন ব্যবহারকারীরা।

  


X টিভি অ্যাপ-এর যা ইউজার ইন্টারফেস হতে চলেছে তা অনেকটা YouTube-এর মতোই হতে চলেছে বলে IANS রিপোর্ট সূত্রের খবর। 


X-প্ল্যাটফর্মে একটি পোস্টও করেছেন  X-এর সিইও Linda Yaccarino। সেখানে তিনি জানিয়েছেন ছোট স্ক্রিন থেকে বড় স্ক্রিন- সব বদলে ফেলার জন্য আসছে X. ওই পোস্টে তিনি লিখেছেন, 'শীঘ্রই আমরা আপনাদের স্মার্ট টিভিতে X টিভি অ্যাপের মাধ্যমে রিয়েল টাইম এনগেজিং কনটেন্ট নিয়ে আসছি।'


 






কী কী সুবিধা?
জানানো হয়েছে, ট্রেন্ডিং ভিডিও অ্যালগরিদম মেনে ভিডিও পাবেন ব্যবহারকারীরা। AI-পাওয়ার্ড বিষয় থাকবে। ক্রস ডিভাইস এক্সপেরিয়েন্স নিতে পারবেন ব্যবহারকারীরা। ইচ্ছেমতো ভিডিও সার্চ করে খুঁজে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে। এমনভাবে ট্রেন্ডিং অ্যালগরিদম তৈরি করা হয়েছে যাতে সবার আগে সবচেয়ে প্রথমে সেই সময়ের ভিডিও কনটেন্ট হাতে কাছে পান ব্যবহারকারীরা। ভিডিও সাজিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়েছে AI-প্রযুক্তিও। 


X-এর সিইও Linda Yaccarino আরও জানিয়েছেন, এই বিষয়ে যত কাজ এগোবে আরও তথ্য জানানো হবে। ব্য়বহারকারীদের থেকে তাঁদের মতো করে পরিকল্পনাও চাওয়া হয়েছে। 


সম্প্রতি আলোচনা শুরু হয়েছিল যে ভারতে এসে নরেন্দ্র মোদির সঙ্গে মিটিং করবেন এলন মাস্ক। যদিও পরে বিশেষ কারণে সেই সাক্ষাৎ আপাতত স্থগিত হয়েছে। মাস্ক নিজেই জানিয়েছিলেন সেই কথা। টেসলায় কিছু সমস্যার কারণে আপাতত ভারত সফর স্থগিত করেছিলেন বলে জানিয়েছিলেন তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: আদালতের নির্দেশে চাকরিহারারা কি ভোটের দায়িত্বে? কী বলছে কমিশন?