Provident Fund: বিয়ের ক্ষেত্রে টাকা জোগাড় আলাদা করে মাথাব্যথা হয়ে দাঁড়ায় প্রায় সব পরিবারের। তবে আপনি যদি EPFO গ্রাহক হন, তাহলে এই মাথাব্যথা অনেকাংশে কমে যেতে পারে। কারণ EPFO এখন বিয়ে বা এই ধরনের অনুষ্ঠানের জন্য অগ্রিম টাকা তোলার সুবিধা দিচ্ছে। তবে সেই ক্ষেত্রে মানতে হবে কিছু শর্ত।
EPFO Update: পিএফের টাকা তোলা অনেক বড় বিষয়
বেসরকারি খাতে কর্মরত কোটি কোটি মানুষের সামাজিক নিরাপত্তার সবচেয়ে বড় ভিত্তি হল PF অর্থাৎ ভবিষ্য তহবিল। এটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) পরিচালনা করে। এই ফান্ড জীবনের অনেক আকস্মিক প্রয়োজনের সময়ে কাজে লাগে। পাশাপাশি চাকরি থেকে অবসর নেওয়ার পরে জীবনের জন্য নিশ্চিত তহবিল গড়ে দেয় এই EPFO।
Provident Fund: কোভিডের সময় এই ত্রাণ দেওয়া হয়েছিল
ইপিএফও তার গ্রাহকদের বিভিন্ন অনুষ্ঠানের আগে মানসিক স্বস্তির কাজ করেছে। ঠিক যেমন করোনা মহামারীর সময় সংগঠন সদস্যদের (EPF Covid Advance) কোভিড অ্যাডভান্সের সুবিধা দিয়েছিল। একইভাবে, আপনি আপনার চাকরি হারালেও PF উত্তোলনের সুবিধা পাবেন। একইভাবে, আপনি একটি বাড়ি কিনতে বা মেরামত করতে, বিয়ে করতে বা সন্তানের জন্য PF থেকে টাকা তুলতে পারেন।
EPFO Marriage Advance: কী বলছে ইপিএফও
সাম্প্রতিক একটি টুইটে EPFO বিয়ের আগে পিএফ থেকে টাকা তোলার বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে। EPFO-র টুইট অনুসারে, যদি গ্রাহকের নিজের বিয়ে বা তার ভাই-বোন বা ছেলে-মেয়ের বিয়ে থাকে, তাহলে এই অনুষ্ঠানে EPFO ম্যারেজ অ্যাডভান্সের সুবিধা নেওয়া যেতে পারে। এর আওতায় আপনার শেয়ারের 50 শতাংশের সমান পরিমাণ সুদ সহ টাকা তোলা যেতে পারে।
Provident Fund: শুধু এই দুটি জিনিস মাথায় রাখুন
তবে, EPFO ম্যারেজ অ্যাডভান্সের আওতায় PF থেকে টাকা তুলতে কিছু শর্ত পূরণ করতে হবে। ইপিএফও এই শর্তগুলি সম্পর্কে ব্যাখ্যা করেছে। প্রথম শর্ত হল, আপনি অন্তত সাত বছর ধরে EPFO-এর সদস্য হলেই এই সুবিধা পাবেন। দ্বিতীয় শর্ত অনুযায়ী, বিয়ে ও পড়াশোনা-সহ ৩ বারের বেশি অগ্রিম সুবিধা নিতে পারবেন না। অর্থাৎ বিয়ে বা শিক্ষার নামে মাত্র ৩ বার পিএফ থেকে টাকা তোলা যাবে।
আরও পড়ুন : Free Aadhaar Update: বিনামূল্যে আধার কার্ড আপডেটের তারিখ বাড়ল আরও তিন মাস, জেনে নিন নতুন ডেট