নয়াদিল্লি: বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) বিতর্কের সৃষ্টি করেছিল মুক্তির পরই। সেই বিতর্কের রেশও ছিল দীর্ঘস্থায়ী। তারপর অবশ্য পরিচালক তাঁর নতুন কাজের ঘোষণা করেছেন। এবার বিবেক অগ্নিহোত্রী নিজের আগামী ছবি 'দ্য ভ্যাক্সিন ওয়ার' (The Vaccine War) নিয়ে করলেন নতুন ঘোষণা। জানালেন নতুন কাস্ট সদস্যের নামও। 


'দ্য ভ্যাক্সিন ওয়ার' ছবির কাস্টে যোগ দিলেন কে?


বুধবার নিজের আগামী ছবি 'দ্য ভ্যাক্সিন ওয়ার' নিয়ে নতুন ঘোষণা করলেন বিবেক অগ্নিহোত্রী। পরিচালক জানান তাঁর নতুন ছবিতে দেখা যাবে রাইমা সেনকে (Raima Sen)। ইতিমধ্যেই ঘোষণা হয়েছিল নানা পটেকর (Nana Patekar), অনুপম খের (Anupam Kher), সপ্তমী গওদার (Sapthami Gowda) নাম। 


ছবির নাম ঘোষণা হওয়ার পর থেকেই ব্যাপক উত্তেজনা ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে ছবির বিষয় আরও কথোপকথনের উদ্রেক করে। 


প্রসঙ্গত, এদিন সোশ্যাল মিডিয়ায় রাইমা সেনের সঙ্গে একটি ভিডিও পোস্ট করে পরিচালক তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেন। সম্প্রতি কলকাতা সফরে এসে রাইমার সঙ্গে সাক্ষাৎ সারেন বিবেক অগ্নিহোত্রী। ভিডিওতেই তিনি জানান যে রাইমা সেনকে তিনি 'দ্য ভ্যাক্সিন ওয়ার' ছবিতে কাস্ট করেছেন। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু করেছেন তিনি, জানান ভিডিওয়। 


এদিন ভিডিও পোস্ট করে ক্যাপশনে পরিচালক লেখেন, 'দেখুন, 'দ্য ভ্যাক্সিন ওয়ার' ছবির কাস্টে কে যোগদান করলেন!'


 






আরও পড়ুন: Glowing Skin: উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে ভিটামিন কে-এর মধ্যে, কী কী খাবার খেতে পারেন?


প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির নাম ঘোষণা করেন পরিচালক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সঙ্গে লেখেন, 'ঘোষণা: আপনাদের জন্য নিয়ে আসছি 'দ্য ভ্যাকসিন ওয়ার'। একটা অবিশ্বাস্য ও সত্যি যুদ্ধের গল্পে যা অনেকে জানেই না যে, ভারত লড়াই করেছিল। আর বিজ্ঞান, সাহসীকতা ও মহান ভারতীয় মূল্যবোধ দিয়ে যে যুদ্ধে জিতেওছিল'।


সিনেমা মুক্তির দিনও ঘোষণা করেন সেদিনই বিবেক। জানান, ২০২৩ সালের স্বাধীনতা দিবসে (১৫ অগাস্ট ২০২৩) সিনেমাটি মুক্তি পাবে। মোট ১১টি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। বিবেকের আবেদন, 'আমাদের শুভেচ্ছা জানান'।


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial