EPFO: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে কিছুদিন আগেই জানানো হয়েছিল যে এবার থেকে পিএফে জমানো টাকা তোলার জন্য অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। এটিএমের মাধ্যমেই তোলা যাবে পিএফে জমানো টাকা। আর এই খবরে খুশির হাওয়া লেগেছিল ইপিএফও-র (EPF Withdrawal) সদস্যর মনে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের সচিব সুমিতা দাওরা আগের সপ্তাহেই জানিয়েছেন যে আগামী বছর অর্থাৎ ২০২৫ থেকেই ইপিএফওর (EPFO) সদস্যরা সহজেই এটিএম থেকে তাদের পিএফের টাকা তুলতে পারবেন। অর্থাৎ এটুকু স্পষ্ট বোঝা গিয়েছে যে ইপিএফওতে এবার ব্যাঙ্কের মতই সুবিধে দেওয়া শুরু হবে আগামী বছর থেকে।
নতুন টাকা তোলার পদ্ধতি শুরু হবে দ্রুত
ধারণা করা হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার জন্য আলাদা করে একটি এটিএম কার্ডও দেওয়া হতে পারে ইপিএফ সদস্যদের। সুমিতা দাওরা জানিয়েছেন যে, এই প্রক্রিয়ার জন্য হার্ডওয়্যার আপডেট করতে হবে, আর এর পরেই নয়া সিস্টেম শুরু করা হবে। তবে এখন ইপিএফও সদস্যদের ক্লেম সেটলমেন্টের জন্য ৭ থেকে ১০ দিন অপেক্ষা করতে হয় যা এটিএমের সুবিধে শুরু হলে বন্ধ হয়ে যাবে।
কেবলমাত্র ৫০ শতাংশ টাকাই তোলা যাবে এটিএমে ?
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে বড় খবর জানানো হয়েছে যে এই সংস্থা কেবলমাত্র পিএফে জমানো টাকার ৫০ শতাংশ এটিএমের মাধ্যমে তুলে নিতে পারবেন। তবে এই বিষয়ে সংস্থার পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।
মৃত ইপিএফ সদস্যের পরিবারও তুলতে পারবে টাকা
শ্রম মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ইপিএফও সদস্যের মৃত্যু হলে তাঁর নমিনি অর্থাৎ পরিবারের কোনো সদস্যও চাইলে এই এটিএম থেকে পিএফে জমানো টাকা তুলে নিতে পারবেন। তবে এক্ষেত্রে তাঁর কেবলমাত্র এমপ্লয়ি ডিপোজিট লিঙ্কড ইনসিওরেন্স স্কিম ক্লেম অ্যামাউন্টই তুলতে পারবেন, কর্মী যে সংস্থার কাজ করতেন সেই সংস্থাই কর্মীর হয়ে এই বিমার টাকা জমা করে দেয় এই স্কিমে।
কত বেতন হলে কত টাকা তোলা যাবে
যে সমস্ত সদস্যের মাসিক বেতন ১৫ হাজার টাকার বেশি, তারা পিএফ থেকে সর্বোচ্চ ৭ লাখ টাকা তুলতে পারবেন এটিএমের মাধ্যমে। আর যাদের মাসিক বেতন ১৫ হাজার টাকার কম, তাদের ক্ষেত্রে এটিএমের সাহায্যে তোলা যাবে ৫.৫ লক্ষ টাকা।
আরও পড়ুন: Multibagger Stocks : ২০২৪ সালে এই ৭ স্টক দিয়েছে মাল্টিব্যাগার রিটার্ন, আগামী বছরে একই হবে ?