বেঙ্গালুরু: সৌদি আরবের জেড্ডায় আয়োজিত আইপিএলের (IPL Auction) মেগা নিলামে হইচই পড়েছিল ঋষভ পন্থ (Rishabh Pant), শ্রেয়স আইয়ারদের (Shreyas Iyer) রেকর্ড দর নিয়ে। রবিবার বেঙ্গালুরুতে বসেছিল ডব্লিউপিএলের (WPL 2025) মিনি অকশন। আর সেখানেও দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের নিয়ে প্রবল দর কষাকষি।
সবচেয়ে বেশি দড়ি টানাটানি চলল মুম্বইয়ের অলরাউন্ডার সিমরন শেখকে নিয়ে (Simran Shaikh)। তিনিই নিলামে সর্বোচ্চ দর পেলেন। তাঁকে ১ কোটি ৯০ লক্ষ টাকা দিয়ে কিনে নিল গুজরাত জায়ান্টস। শিরোনামে উঠে এলে তামিলনাড়ুর ১৬ বছর বয়সী জি কামিলিনী (G Kamilini)। তাকে ১ কোটি ৬০ লক্ষ টাকার বিরাট অঙ্কে কিনল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। উত্তরাখণ্ডের লেগস্পিনার প্রেমা রাওয়াতকে ১ কোটি ২০ লক্ষ টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bengaluru)।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের দিয়ান্দ্রা ডটিন সবচেয়ে বেশি দাম পেলেন। নিলামে প্রথমে তোলা হয় তাঁকেই। ১ কোটি ৭০ লক্ষ টাকায় তাঁকে কিনে নেয় গুজরাত জায়ান্টস। প্রথম সেশনে যারা দিয়ান্দ্রাকে বাদ দেওয়ায় তুমুল বিতর্ক হয়েছিল।
মিনি নিলামে মোট ১২৪ ক্রিকেটারকে তোলা হয়েছিল। তাঁদের মধ্যে ১৯ জন ক্রিকেটারকে কিনল পাঁচ দল। যাঁদের মধ্যে পাঁচজন বিদেশি ক্রিকেটার। মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, গুজরাত জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চারজন করে ক্রিকেটারকে দলে নিয়েছে। ইউপি ওয়ারিয়র্স কিনেছে তিনজন ক্রিকেটার।
নিলামের শেষে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'আমাদের জন্য দারুণ একটা নিলাম হল। দুই মরশুম আমি এই দলের সঙ্গে যুক্ত। খুব কাছ থেকে দেখছি। নিলামে অংশ নিচ্ছি। গতবারের চেয়ে আমরা এবার অনেক বেশি শক্তিশালী। নন্দিনী ও সারাকে পেয়ে আমাদের দল বেশ মজবুত হয়েছে।'
নিলাম থেকে কোন ক্রিকেটারকে নিল কোন দল
দিল্লি ক্যাপিটালস: এন চারানি, নন্দিনী কাশ্যপ, সারা ব্রাইস (স্কটল্যান্ড) ও নিকি প্রসাদ
গুজরাত জায়ান্টস: সিমরন শেখ, দিয়ান্দ্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), ড্যানিয়েল গিবসন (ইংল্যান্ড) ও প্রকাশিকা নায়েক
মুম্বই ইন্ডিয়ান্স: জি কামিলিনী, ন্যাডাইন ডে ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা), অক্ষিতা মহেশ্বরী ও সংস্কৃতি গুপ্ত
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: প্রেমা রাওয়াত, জোসিথা জেভি, রাঘবী বিস্ত ও জাগ্রবি পওয়ার
ইউপি ওয়ারিয়র্স: অ্যালানা কিংগ (অস্ট্রেলিয়া), আরুষি গোয়েল ও ক্রান্তি গৌড়
আরও পড়ুন: একা কুম্ভ হয়ে লড়াই করলেন বুমরা, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া, পরীক্ষা এবার কোহলিদের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।