EV Fire: ইলেকট্রিক দু-চাকার গাড়িতে আগেই আগুনের সাক্ষী থেকেছে দেশ। ওলা ছাড়াও আরও বেশ কয়েকটি ইভি স্কুটারে আগুনের ঘটনা চিন্তা বাড়িয়ে্ছে ক্রেতাদের। এবার সেই চিন্তায় আরও ইন্ধন জোগাল টাটা নেক্সন ইভিতে আগুনর ঘটনা। প্রশ্ন উঠছে, তবে কি ইলেকট্রিক গাড়ির থেকে বেশি নিরাপদ পেট্রল কার ?


Electric Cars Fire: ইলেকট্রিক গাড়িতে আগুনের কারণ
ইভি আগুনের দিকে নজর দিলে দেখা যাবে, বিশ্বে ইলেকট্রিক গাড়িতে আগুনের ঘটনার তুলনায় ভারতের সংখ্যা খুবই কম। ইভি আগুন লাগার ঘটনাগুলি 'আইসিই' গাড়িতে আগুনের সংখ্যার তুলনায় অনেক কম। তবে এটাও মনে রাখা দরকার, EV-তে আগুন ধরলে তা বড় আকার ধারণ করে। ব্যাটারি প্যাক হল এর প্রধান কারণ। ব্যাটারির রাসায়নিকগুলি আগুন নেভানোর ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। সবথেকে বড় বিষয়ে ইভি-তে কখন বা কেন আগুন লাগে তার যুক্তি খুঁজে পাবেন না।


Tata Nexon EV Fire: পেট্রল গাড়িতে এই কারণে আগুন লাগে
পেট্রল বা ডিজেল গাড়িতে আগুন লাগার প্রধান কারণ জ্বালানি লিক। ইভির ক্ষেত্রে বিষয়টা তেমন নয়। অতিরিক্ত চার্জিং বা ব্যাটারি অতিরিক্ত গরম হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত তাপই আগুন লাগার মূল কারণ হয়ে দাঁড়ায়। যদিও মুম্বইয়ে টাটা নেক্সন ইভিতে আগুনের ঘটনা একেবারে বিরল। কোনওভাবেই আবহাওয়া অতিরিক্ত গরম ছিল না এখানে। তা সত্ত্বেও গাড়িতে আগুন লাগে গাড়িতে।টাটা মোটরসের তদন্তের পরই এই বিষয়ে জানা যাবে। 


EV Fire: ইভির সুরক্ষায় কী ব্যবস্থা ?
ইলেকট্রিক গাড়িতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় থার্মাল ম্যানেজমেন্ট বা তাপ নিয়ন্ত্রণ। এই বিষয়টি ঠিকঠাকভাবে না করলে আগুন লাগতে পারে গাড়িতে। সেই ক্ষেত্রে ভবিষ্যতে ব্যাটারি প্যাকের ডিজাইনে বেশ কিছু পরিবর্তন করতে চাইছে ইভি প্রস্তুতকারক কোম্পানিগুলি। মূলত, গাড়িকে আরও নিরাপদ করাই তাদের উদ্দেশ্য। ব্যাটারি বা সেলের নকশা এতে একটি বড় ভূমিকা পালন করবে।


Tata Nexon EV Fire: সেরা ইভিতে আগুন লাগায় চিন্তা
ভারতের গাড়ি বাজারের দিকে তাকালে দেখা যাবে, এখানে ইভি ফোর হুইলার টু-হুইলারের তুলনায় অনেক বেশি নিরাপদ। একটি সাধারণ গাড়ির তুলনায় আগুন ধরার সম্ভাবনাও এতে কম। ভারতে এখনও অল্পসংখ্যক ইভি বিক্রি হলেও নেক্সন ইভি দেশে সেরার শিরোপা অর্জন করেছে। সেখানে এই গাড়িতেআগুন লাগায় চিন্তা বেড়েছে ক্রেতাদের মনে। 


Electric Cars Fire: কীভাবে নেক্সন ইভিতে আগুন ?
নেক্সন ইভি ফায়ারের ক্ষেত্রে চালক একবার ধোঁয়া লক্ষ্য করতেই পালিয়ে যান। সেই কারণে তাঁর কোনও ক্ষতি হয়নি। যদি আপনি ইভি ব্যবহারকারী হন, তাহলে উপযুক্ত চার্জিং কাঠামো দিয়ে চার্জ করাই ভাল। বাইরের মার্কেটের জিনিসপত্র ব্যবহার করলে বাড়তি ঝুঁকি থাকে। সেই ক্ষেত্রে গাড়ি অতিরিক্ত চার্জ হতে পারে। তাই আগেভাগে এই বিষয়ে সতর্ক হোন।


আরও পড়ুন : Tata Nexon Catches Fire: এবার টাটা নেক্সন ইভিতে ভয়াবহ আগুন, চিন্তা বাড়াচ্ছে ইলেকট্রিক কার