নয়াদিল্লি: হলিউডের পর্দায় আজ থেকে ২৫ বছর আগে যখন এই প্রেমের গল্প মুক্তি পেয়েছিল, তখনও এতটা সাহসী হয়নি বলিউড বা টলিউড। সত্য ঘটনা অবলম্বনে তুলে ধরা হয়েছিল ছবির গল্প আর সেখানেই নজর কেড়েছিল এক প্রেমের সম্পর্ক। 'টাইটানিক'-কে কার্যত অমর করেছিল জ্যাক আর রোজের প্রেমকাহিনী। ছবি মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও ও কেট উইন্সলেট (Leonardo DiCaprio and Kate Winslet)। ১৯৯৭ সালে পর্দায় মুক্তি পেয়েছিল 'টাইটানিক' (Titanic)। ঠিক ২৫ বছর পরে সেই 'টাইটানিক'-কেই নতুন রূপে ফিরিয়ে আনছেন জেমস ক্যামেরণ (James Cameron)! আগামী বছর ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day)-র আগেই মুক্তি পাবে এই প্রেমের ছবি। 


বক্স অফিসে কার্যত কিংবদন্তি হয়েছিল টাইটানিক। ২৫ বছর পর জ্যাক আর রোজের সেই চিরনতুন প্রেমের গল্প ফিরছে ক্যামেরণের হাত ধরে। সূত্রের খবর, ছবিটি দেখা যাবে  3D 4K HDR ফরম্যাটে। ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে এই ছবিটি মুক্তি পাবে ডিজনি (Disney)-র ব্যানারে। 


আরও পড়ুন: Rudranil and Rahul's Movie: লকডাউনের প্রেক্ষাপটে বেঁচে থাকার লড়াইয়ের গল্প, মুক্তি পেল রাহুল-রুদ্রনীলের নতুন ছবির ফার্স্ট লুক


১৯৯৭ সালে মুক্তি পাওয়া 'টাইটানিক', সেরা ছবি (Best Picture), সেরা পরিচালক (Best Director), সেরা এডিটিং (Best Editing), সেরা নিজস্ব গান (Best Original Song) সহ ১১টি আকাডেমি পুরস্কার পেয়েছিল এই ছবি। ২০১২ সালে মুক্তি পায় 'টাইটানিক' ছবিটির থ্রিডি ভার্সন (3D)।


২.২ বিলিয়ান ($2.2 billion) রোজগার করে 'টাইটানিক' ছবিটি এখনও পর্যন্ত গ্লোবাল বক্স অফিসের (global box office) সেরা ছবির উপার্জন করা ছবির তালিকার তৃতীয় নম্বরে রয়েছে। 


এই ছবিতে লিওনার্দো ডি ক্যাপ্রিও ও কেট উইন্সলেট (Leonardo DiCaprio and Kate Winslet)-কেই দেখা যাবে কি না সে নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে সম্ভবত টাইটানিকের আসল গল্পের নস্ট্যালজিয়াকে ধরে রেখেই তৈরি হয়ে এই ছবি। লাইটস্টর্ম এন্টারটেনমেন্ট (Lightstorm Entertainment) ও ক্যামেরণের দীর্ঘদিনের সম্পর্ক। সেখানকার সিওও (COO) ৩৬ ঘণ্টার বিমানযাত্রা করে এসেছিলেন এই খবরটি দেওয়ার জন্য। 'টাইটানিক' আজও গোটা বিশ্ববাসীর কাছে উন্মাদনা। নস্ট্যালজিয়ায় মোড়া একটা ছবি।