ওয়াশিংটন: পরের গ্রীষ্মেই গ্রাহকদের জন্য দারুণ উপহার আনছে ফেসবুক। সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুকের তরফে জানানো হয়েছে, আর কিছুদিনের মধ্যেই নিজেদের প্রথম স্মার্টওয়াচ লঞ্চ করবে ফেসবুক। জানা গিয়েছে, অত্যাধুনিক এই স্মার্চওয়াচ তৈরির কাজ প্রায় শেষের পথে। ডুয়াল ক্যামেরাসহ এই স্মার্টওয়াচে থাকবে হার্টবিটের রেট মনিটর করার সুবিধেও। 


এই স্মার্টওয়াচে থাকা ক্যামেরা দিয়ে ছবি বা ভিডিও তুলে সেই ছবি সরাসরি ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে বলেই জানানো হয়েছে সংস্থার তরফে। সেলুলার কানেকশন, মেসেজ এবং হেলথ- ফিটনেস ফিচার-সহ কোম্পানিগুলোর হার্ডওয়্যারের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থাও থাকবে এই স্মার্টওয়াচে।


জানানো হয়েছে, ঘড়ির ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও কলিং ইত্যাদির সুবিধা মিলবে। পাশাপাশি ঘড়ির স্টিল ফ্রেম থেকে ঘড়িটি খুলে কাজে লাগানো যাবে 1080p অটোফোকাস ব্যাক ক্যামেরাটিও। শেষ নয় এখানেই, পরিধানকারীরা এই স্মার্ট ওয়াচের সাহায্যে মোবাইলের সংযোগ ছাড়াই মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মতো ফেসবুক পরিষেবা থেকে বার্তার আদান-প্রদান করতে পারবেন সহজেই।


গ্রাহকরা যে ভাবে স্মার্ট ফোন ব্যবহার করেন, ঘড়িটিও সেভাবেই ব্যবহারের উপযোগী করে তৈরি করছে সংস্থা। সবদিক মাথায় রেখে অ্যাপল, হুয়াওয়ের পথে হাঁটছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।


জানা গিয়েছে, আগামী ২০২৩ সালের মধ্যে দ্বিতীয় সংস্করণ বাজারে নিয়ে আসতে চায় তারা, কাজ এগোচ্ছে সেই মতোই। এ ছাড়াও ফেসবুক রে-বান স্মার্ট চশমা নিয়েও কাজ করছে। চলতি বছরের শেষে বাজারে আসতে চলেছে প্রোজেক্ট আরিয়া। এই প্রোজেক্টে ফেসবুকের স্মার্টগ্লাস প্রকাশ করা হবে। তবে, নতুন স্মার্ট ওয়াচ ডিভাইস প্রকাশ করার বিষয়ে এই মুহূর্তে ফেসবুক কোনও মন্তব্য করতে রাজি হয়নি। যদিও স্মার্টওয়াচ প্রকাশের বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চায়নি প্রস্তুতকারী সংস্থা।


উল্লেখ্য, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়ে মার্ক জুকারবার্গ যৌথ প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ করেন। ওয়েবসাইটটির সদস্য প্রাথমিকভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে সেটা বোস্টন শহরের অন্যান্য কলেজ, আইভি লিগ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সম্প্রসারিত হয়। ফেব্রুয়ারি ২০১৫ সালের হিসাব অনুযায়ী ফেসবুকের মূলধন ২১২ বিলিয়ন ডলারে পৌঁছয়।