কলকাতা: জন্মদিনে বন্ধুবান্ধবরা নানা উপহার আনবে। তুমুল হইচই হবে। এই সব মিলিয়ে যার জন্মদিন,তার সারপ্রাইজড হয়ে যাওয়াই দস্তুর। কিন্তু তার বদলে যদি যার জন্মদিন, সে-ই সারপ্রাইজ দেয় ?  ফেসবুকের জন্মদিনে ঠিক তাই ঘটল। ৪ ফেব্রুয়ারি রবিবার ফেসবুকের ২০তম জন্মদিন। তার আগেই বাজারের সব রেকর্ড ভেঙে দিল ফেসবুকের নিয়ামক সংস্থা মেটা। 


শেয়ার কেনাবেচায় ইতিহাস


শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় মার্কেটের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল মেটা। একদিনেই মার্কেট মূল্য ২০০ বিলিয়ন ডলার বাড়িয়ে দেয় ফেসবুকের শেয়ারদর। ওই দিন ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটার শেয়ারের দাম আগের সব ইতিহাসকে টক্কর দেয়। মোট ২০ শতাংশ বেড়ে যায় মেটার শেয়ার দর। যা একদিনের শেয়ার কেনাবেচার ইতিহাসে বেনজির। 


বিপুল লাভ চতুর্থ কোয়ার্টারে !


শুক্রবার আন্তর্জাতিক বাজারে সংস্থার শেয়ারদর ছিল শেয়ার প্রতি ৪৭৪.৯৯ ডলার। প্রসঙ্গত, বৃহস্পতিবার সংস্থার চতুর্থ কোয়ার্টারে আয়ের একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। তাতেই বিপুল অঙ্ক লাভের মুখ দেখেছে সংস্থা। মেটার তরফে রিপোর্টে বলা হয়, ৩১ ডিসেম্বরে শেষ হওয়া কোয়ার্টারে ২৫ শতাংশ লাভ হয়েছে। আর এই লাভ আগের বছরের থেকে ২৫ শতাংশ বেশি। যা অঙ্কের নিরিখে ৪০.১ বিলিয়ন ডলার। এই বিপুল লাভের খবর চাউড় হতে সময় লাগেনি। পরদিন বাজারে তার প্রভাব পড়ে। দ্রুত ফেসবুকের শেয়ারদর উঠতে শুরু করে।


এত লাভের উৎস কী ?


সংস্থার এত লাভের উৎস কী। এই প্রসঙ্গেও একটি খতিয়ান দিয়েছে মেটা কর্তৃপক্ষ নিজেই। বলা হয়েছে, সংস্থার লাভের অধিকাংশই এসেছে বিজ্ঞাপন থেকে। বর্তমানে এক মাসে ফেসবুক ইউজারের সংখ্যা ৪ বিলিয়ন। অর্থাৎ ৪০০ কোটি। প্রসঙ্গত, মার্ক জুকারবার্গ আগেই বলেছিলেন, ফেসবুকের জন্য ২০২৩ সালটা দক্ষতার বছর হতে চলেছে। প্রসঙ্গত, গত বছর ২২ শতাংশ কর্মী ছাঁটাই করেছে সংস্থা। তার নিরিখেই সংস্থার শেয়ারের দাম উঠতে শুরু করে। 


ওয়াল স্ট্রিটের পূর্বাভাস


মেটার শেয়ার এমন একটা কেরামতি দেখাতে পারে- এমন আভাস দিয়েছিল ওয়াল স্ট্রিটের একটি পূর্বাভাস। কিন্তু পূর্বাভাসে উল্লিখিত অঙ্ককেও ছাপিয়ে গিয়েছে শুক্রবারের শেয়ারদর। প্রসঙ্গত, এর দরুণ অবশ্য মেটাও ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।স্টক বাইব্যাক অর্থাৎ ক্রেতাদের থেকে শেয়ার কিনে নেওয়ার ঘোষণা করেছে মেটা। শেয়ারে বিনিয়োগ কমাতেই এই সিদ্ধান্ত।


আরও পড়ুন - Paytm Share Price: ৩ দিনে ৪২ শতাংশ পড়ল পেটিএমের শেয়ার, কত খোয়ালেন বিনিয়োগকারীরা