Voicemail Scam : এখনই সতর্ক না হলে আপনিও এই প্রতারণার ফাঁদে (Bank Fraud) পড়তে পারেন। দেশজুড়ে শুরু হয়েছে একটি নতুন জালিয়াতি। দ্রুত ছড়িয়ে পড়ছে এই প্রতরাণাচক্র। যেখানে সাইবার অপরাধীরা আরবিআই-এর (RBI) পরিচয় দিয়ে ভুয়ো ভয়েসমেইল পাঠাচ্ছ। পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check) নিশ্চিত করেছে, এটি একটি প্রতারণামূলক স্কিম যার লক্ষ্য মানুষের কাছ থেকে ব্যাংকিং তথ্য সংগ্রহ করা।
প্রতারণার জাল কীভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে ?এই জাল ভয়েসমেইলে বলা হচ্ছে, আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করে সন্দেহজনক লেনদেন করা হয়েছে, অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। এই বার্তাটি পাঠিয়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে প্রতারকরা। এরপরই লোকের ব্যক্তিগত তথ্য, যেমন- কার্ড নম্বর, পিন, বা ওটিপি চাইছে জালিয়াতরা।
পিআইবি ফ্যাক্ট চেক স্পষ্টভাবে বলেছে যে আরবিআই কখনই ভয়েসমেইলের মাধ্যমে কোনও সতর্কবার্তা পাঠায় না, বা গ্রাহকদের কোনও অজানা কলে বিবরণ যাচাই করতে বলে না।
আরবিআই ভয়েসমেইল কেলেঙ্কারি কীভাবে কাজ করে ?প্রতারকরা প্রায়শই কোনও ব্যাঙ্ক বা সরকারি সংস্থার নম্বর জালিয়াতি করে, যার ফলে কলটি আসল বলে মনে হয়। একবার ব্যক্তি বার্তাটি বিশ্বাস করে কল অনুযায়ী তথ্য লিঙ্কে দিলেই সব শেষ। অপরাধীরা যাচাইয়ের নামে তাদের সংবেদনশীল তথ্য সরবরাহ করতে বাধ্য করে। অনেক ক্ষেত্রে মানুষ কয়েক মিনিটের মধ্যেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব অর্থ হারান।
এই নতুন ভয়েসমেল কেলেঙ্কারি কীভাবে এড়ানো যায় ?এই কেলেঙ্কারি থেকে নিরাপদ থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল, কোনও অজানা কল বা ভয়েসমেল বিশ্বাস না করা। এমনকী যদি সেগুলি আরবিআই, কোনও ব্যাঙ্ক বা সরকারের কাছ থেকে আসে বলে মনে হয়, তাহলে বেশি সতর্ক হোন। কারণ আরবিআই ও ব্যাঙ্কগুলি কখনও ফোনে বা টেক্সট বার্তার মাধ্যমে ব্যক্তিগত তথ্য জিজ্ঞাসা করে না।
যদি কোনও বার্তায় আপনার অ্যাকাউন্ট বন্ধ, ব্লক করা বা জরুরি অবস্থার কথা বলা হয়, তাহলে তথ্য যাচাই করার জন্য প্রথমে আপনার ব্যাঙ্কের অফিসিয়াল নম্বরে সরাসরি কল করুন। আপনার ব্যাঙ্ক অ্য়ালার্ট সক্রিয় রাখুন এবং আপনার মোবাইল নম্বর আপডেট রাখুন যাতে আপনি সময়মতো অ্যালার্ট বার্তা পাবেন।
পিআইবি ফ্যাক্ট চেকে কীভাবে রিপোর্ট করবেন ?ভুল তথ্য ও জালিয়াতির বিরুদ্ধে লড়াই করার জন্য পিআইবি নাগরিকদের তাদের অফিসিয়াল চ্যানেলে যেকোনও সন্দেহজনক বার্তা রিপোর্ট করার জন্য অনুরোধ করেছে। আপনি ছবি, ভিডিও বা টেক্সট পাঠিয়ে সেগুলি যাচাই করতে পারেন।
হোয়াটসঅ্যাপ: +৯১ ৮৭৯৯৭১১২৫৯
ইমেল: factcheck@pib.gov.in
পিআইবি টিম বার্তাটি যাচাই করবে ও আপনাকে সঠিক তথ্য জানাবে, যাতে আপনি যেকোনও অনলাইন জালিয়াতি থেকে নিরাপদ থাকতে পারেন।