কলকাতা: BLO-র মৃত্যু ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।  পরপর BLO-র মৃত্যু, সরব কংগ্রেস। কমিশনকে নিশানা করে পোস্ট করলেন মল্লিকার্জুন খাড়গে। আশঙ্কা প্রকাশ করে তিনি অভিযোগ তুলে বলেন, 'যত জনের মৃত্যুর কথা বলা হচ্ছে, বাস্তবে সংখ্যাটা আরও বেশি..' !

Continues below advertisement

আরও পড়ুন, 'দেহ উদ্ধারের সময়ে বিবস্ত্র অবস্থায় ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ২টি পা বাঁধা ছিল' ! কসবা কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

Continues below advertisement

খাড়গে বলেছেন, 'কাজের চাপে আত্মহত্যা করছেন BLO-রা। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। যত জনের মৃত্যুর কথা বলা হচ্ছে, বাস্তবে সংখ্যাটা আরও বেশি। এটা অত্যন্ত উদ্বেগজনক, এইসব পরিবারকে কে বিচার দেবে? বিজেপি চুরি করে ক্ষমতা ভোগ করছে, আর নীরব দর্শক কমিশন', এক্স পোস্ট কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের।'নোট বাতিল ও লকডাউনের স্মৃতি উস্কে দিচ্ছে এই পরিকল্পনাহীন SIR। অনেক হয়েছে, আমরা যদি না জাগি তাহলে গণতন্ত্রের শেষ স্তম্ভও ভেঙে পড়বে। আওয়াজ তুলুন, গণতন্ত্র বাঁচান, পোস্ট মল্লিকার্জুন খাড়গের।

একদিকে SIR এর কাজের চাপে মালবাজারে BLO-র আত্মঘাতী হওয়ার অভিযোগ। অন্যদিকে, দিন দশেক আগে মেমারিতে একই কারণে  ব্রেন স্ট্রোক হয় BLO-র মৃত্যুর অভিযোগ উঠে আসে। ২ BLO-র মৃত্যু ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। আর এরই মধ্যে এবার বিজেপি শাসিত রাজস্থান ও গুজরাতেও  SIR এর কাজের চাপে ৩ জন BLO-র মৃত্যুর অভিযোগ ওঠে। প্রথমে পূর্ব বর্ধমানের মেমারি। আর তার ১০ দিনের মাথায় জলপাইগুড়ির মালবাজার। SIR-এর কাজের চাপে দুই BLO-র মৃত্য়ুর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য।মৃত BLO-র স্বামী  দেবল এক্কা বলেছিলেন, BLO-র কাজ করছিল। ফর্ম পূরণ করতে গিয়েছিল। বলছিল BLO-র কাজ মাথা ব্য়াথার কারণ হয়ে গিয়েছিল। বলছিল পদত্য়াগ করে দেব। জয়েন্ট BDO-র কাছে পদত্য়াগও দিতে গিয়েছিল। আজ যখন ঘুম থেকে উঠি, দেখতে পায়নি। দরজা খুলতে দেখি আত্মঘাতী হয়েছে। 

মৃত BLO-র স্বামী  মাধব হাঁসদা বলেছিলেন, চাপটা BDO থেকেই আসছিল...'কী করছেন, এখনও পর্যন্ত ৮০% বিলি করা হয়নি'। পুরো চাপ নিয়ে নিয়েছে আমাকে এতগুলো করতে হবে। ওই ৮০% দেখাতে গিয়েই ব্রেন স্ট্রোকটা এসেছে, এটা আমার ধারনা। এরইমধ্য়ে এসআইার-এর চাপে একাধিক BLO অসুস্থ হয়ে পড়েছেন বলেও অভিযোগ উঠছে।  শুধু পশ্চিমবঙ্গেই নয়, এবার বিজেপি শাসিত রাজস্থান ও গুজরাতেও SIR-এর কাজের চাপে BLO-র মৃত্যুর অভিযোগ উঠল। রাজস্থানে ২ জন BLO-র পরিবারের তরফে একই অভিযোগ করা হয়েছে।তাঁদের মধ্যে একজন হলেন সাওয়াই মাধোপুরের শিক্ষক, ৩৪ বছরের হরিওম বৈরওয়া। অতিরিক্ত কাজের চাপে তাঁর স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ।