Share Market Update: মার্কিন বাজারের প্রভাব পড়ল ইন্ডিয়ান স্টক মার্কেটে। বুধবার ফের আশার আলো দেখা গেল দালাল স্ট্রিটে। যার ফলে গতি দেখা গেল নিফটি-সেনসেক্সে। বাজার বিশেষজ্ঞরা বলছেন,এবার ১৯,০০০ ছাড়িয়ে যাবে নিফটির সূচক।


Stock Market Closing: আজ কী হয়েছে বাজারে ?
আজ বাজার উত্থানের সঙ্গেই বন্ধ হয়েছে। বুধের বাজারে ব্যাঙ্কিং, আইটি, মেটাল ও জ্বালানি খাতের শেয়ার কেনার কারণে এসব খাতের সূচক বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে। BSE সেনসেক্স 144 পয়েন্ট বা 0.23 শতাংশ বৃদ্ধির সঙ্গে 62,678-এ দৌড় থামিয়েছে। যেখানে NSE নিফটি 58 ​​পয়েন্ট বা 0.28 শতাংশ বৃদ্ধির সঙ্গে 18,660 পয়েন্টে বন্ধ হয়েছে।


Share Market Update: সেক্টরাল আপডেট
আজ বাজারে ব্যাঙ্কিং স্টক বৃদ্ধির কারণে নিফটি ব্যাঙ্ক 44000-এর লাইভটাইম সর্বোচ্চ পয়েন্ট অতিক্রম করেছে। এদিন নিফটি ব্যাঙ্ক 0.23 শতাংশ বৃদ্ধির সঙ্গে 44049 পয়েন্টে বন্ধ হয়েছে। পাশাপাশি নিফটি এনার্জি 0.63 শতাংশ, নিফটি কনজিউমার ডিউরেবলস 0.90 শতাংশ ওপরে উঠেছে। নিফটি মিডক্যাপ 0.60 শতাংশ বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে। সেখানে নিফটি স্মল ক্যাপ 0.71 শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেনসেক্সের স্টকগুলিতে টেক মহিন্দ্রা 1.58 শতাংশ, টাটা স্টিল 1.80 শতাংশ, এসবিআই 1.34 শতাংশ বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে৷ তাই নেসলে, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্কের দাম কমেছে।


Stock Market Closing: বিনিয়োগকারীদের সম্পদ বৃদ্ধি
পুঁজিবাজারে আজ উচ্ছ্বাসের কারণে বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে 1 লাখ কোটি টাকারও বেশি। BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ 290 লক্ষ কোটি টাকা বেড়ে 291.07 লক্ষ কোটি টাকা হয়েছে৷


Share Market Update: কেন বাজারে আজ এই আস্ফালন ?
মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে নভেম্বর মাসের মূল্যস্ফীতির হার কমে। পরিসংখ্যান বলছে, নভেম্বরে আমেরিকায় মুদ্রাস্ফীতির হার ১২ মাসের মধ্যে সর্বনিম্ন ৭.১ শতাংশতে দাঁড়িয়েছে।  সর্বশেষ মুদ্রাস্ফীতির তথ্যের পর বিশেষজ্ঞরা মনে করছেন, সুদের হার বাড়ানোর প্রক্রিয়ায় এবার মার্কিন মুলুকে বিরতি পড়তে পারে। এই কারণে আমেরিকার বাজারে গতকালই দারুণ গতি দেখা গিয়েছে। বাজার খোলর পরই ন্যাসড্যাক দেড় শতাংশ ওপরে উঠে যায়। যার প্রভাব আজ ভারতের তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারে দেখা গিয়েছে।


Stock Market Closing: বাজার বিশেষজ্ঞরা কী বলছেন ?


শেয়ার বাজারের বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক অতীতে কারেকশন মোড থেকে ফিরে এসেছে নিফটি। সূচক ১৮,৪০০ ছুঁয়ে আসার পরই ফের বাড়তে শুরু করেছে বাজার। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলছে, এবার ১৯,৩০০ টার্গেট হতে পারে নিফটির। যদিও চলতি সপ্তাহেই ফের কিছুটা নামতে পারে বাজার।


আরও পড়ুন : Indian Railways: ভারতীয় রেলের নতুন উপহার, এবার এল 'সার্কুলার টিকিট',জেনে নিন কী সুবিধা