Pension New Rules: কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশনের নিয়মের বড় বদল। এবার থেকে মহিলা কর্মচারীরা তাদের স্বামী ছাড়া পারিবারিক পেনশনের জন্য ছেলে বা মেয়েকে নমিনি করতে পারবেন। কেন্দ্রীয় সরকার এখন সেই বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, যাতে কোনও ছেলে বা মেয়ে নমিনি হতে পারে। এর আগে মৃত সরকারি কর্মচারী বা পেনশনভোগীর স্ত্রীকে আগে পারিবারিক পেনশন দেওয়া হত। 


কারা এই নতুন নিয়মে উপকৃত হবেন
এই প্রসঙ্গে Department of Pensions and Pensioners' Welfare (DoPPW) কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, মহিলা সরকারি কর্মচারী বা পেনশনভোগীদের তাদের সুবিধাভোগীদের পারিবারিক পেনশন দেওয়ার অনুমতি দেওয়ার জন্য কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস (পেনশন) বিধি 2021 সংশোধন করেছে। মহিলা কর্মচারীর মৃত্যুর পরে তার সন্তান এবার থেকে নমিনি হতে পারে। দাম্পত্য কলহের কারণে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া বা ডোমেস্টিক ভায়োলেন্স থেকে নারীর সুরক্ষা আইন, যৌতুক প্রতিরোধ আইন বা ভারতীয় দণ্ডবিধির মতো আইনের অধীনে মামলা দায়ের করা হয়। এই ধরনের ক্ষেত্রে এই বিধান ব্যবহার করা হতে পারে।


মোদির উদ্যোগে এই নতুন সিদ্ধান্ত
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং আরও জানিয়েছেন, সংশোধনীটি প্রধানমন্ত্রী মোদীর প্রতিটি ক্ষেত্রে মহিলা কর্মীদের যথাযথ ও আইনি অধিকার দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।  এই নতুন সুবিধা পেতে , একজন মহিলা সরকারি কর্মচারী বা পেনশনভোগীকে সংশ্লিষ্ট অফিসের প্রধানের কাছে একটি লিখিত অনুরোধ করতে হবে। যাতে ওই মহিলা কর্মীর মৃত্যুর ক্ষেত্রে তার  সন্তান বা সন্তানদের প্রথমে পারিবারিক পেনশন দেওয়া হয়।


কী নতুন নিয়ম ?
নতুন আইনে বলা হয়েছে, কোনও নারীর কোনও সন্তান না হলে তার স্বামী সেই পেনশন পাবেন। এছাড়াও, যদি মহিলা কর্মচারী মারা যায় এবং তার সন্তান মানসিকভাবে প্রতিবন্ধী হয় এবং স্বামী তার দায়িত্ব নেয়, তবে পেনশন স্বামীকে দেওয়া হবে।


পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য কারা
মৃত মহিলা সরকারি কর্মচারী বা পেনশনভোগী একজন বিধবা এবং তার একাধিক সন্তান থাকলে, তারা এখনও পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য। এই ধরনের শিশুদের পারিবারিক পেনশন দিতে হবে।


February 1 Rule:  জানুয়ারি মাস শেষ হতে আর কয়েক দিন বাকি। শীঘ্রই ফেব্রুয়ারি ( 2024) শুরু হবে। মনে রাখবেন, ফেব্রুয়ারি মাসে কিছু আর্থিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে, যা সাধারণ মানুষের পকেটে চাপ বাড়াবে। কারণ, ১ ফেব্রুয়ারি থেকে অর্থ সংক্রান্ত কিছু নিয়মে পরিবর্তন আসছে। এর সরাসরি প্রভাব পড়বে আপনার মাসিক বাজেটে ।


NPS Withdrawal Rules: NPS গ্রাহকরা সাবধান ! ১ ফেব্রুয়ারি থেকে বদলাচ্ছে এই নিয়ম