Nitin Gadkari : ফাসট্যাগের (FASTag) নিয়মে শীঘ্রই বড় বদল আনতে চলেছে সরকার। এই দিন থেকে গ্রাহকদের সুবিধার্থে বদলে যাচ্ছে এই পরিষেবা (FASTag Annual Pass)। এবার থেকে সারা বছরের জন্য একসঙ্গে টাকা দিয়ে বুক করতে পারবেন ফাসট্যাগ সার্ভিস (FASTag Service)। বুধবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। জেনে নিন, এর যাবতীয় খুঁটিনাটি।

কবে থেকে চালু এই নতুন নিয়ম, কারা পাবেন সুবিধাআগামী ১৫ অগাস্ট থেকে চালু হবে এই নতুন পাস পরিষেবা। এই পাস কেবল অ-বাণিজ্যিক ব্যক্তিগত যানবাহনের জন্য পাওয়া যাবে। এই পাস অ্যাক্টিভেশনের তারিখ থেকে এক বছর বা ২০০টি যাত্রা পর্যন্ত সক্রিয় থাকবে। সেই ক্ষেত্রে যেটি আগে শেষ হবে, সেখানেই বন্ধ হয়ে যাবে পাসের পরিষেবা।

কোথায় পাওয়া যাবে ফাসট্যাগের বার্ষিক পাসের লিঙ্ক সরকারের মতে, এই বার্ষিক পাসটি সারা দেশের ন্য়াশনাল হাইওয়ে জুড়ে নির্বিঘ্নে সাশ্রয়ী যাত্রার সুবিধা দেবে। এই ক্ষেত্রে অ্য়াক্টিভেশন ও রিচার্জের জন্য একটি ডেডিকেটেড লিঙ্ক শীঘ্রই রাজমার্গ যাত্রা অ্যাপের পাশাপাশি NHAI (ন্যাশনাল হাইওয়েজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া) এবং MoRTH (সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের) এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।  

কেন এই সিদ্ধান্ত নিল সরকারসরকার দাবি করছে, এই নতুন নিয়মের ফলে ৬০ কিলোমিটারের মধ্যে অবস্থিত টোল প্লাজা সম্পর্কিত দীর্ঘস্থায়ী উদ্বেগের সমাধান হবে। পাশাপাশি সিঙ্গল সাশ্রয়ী মূল্যের লেনদেনের মাধ্যমে টোলে টাকা দেওয়া আরও সহজ হবে। এই নতুন নিয়ম অপেক্ষার সময় কমিয়ে, টোল প্লাজায় যানজট কমাবে বলে মনে করছে সরকার। পাশাপাশি টোল প্লাজায় সমস্যা কমিয়ে বার্ষিক পাস লক্ষ লক্ষ ব্যক্তিগত যানবাহন মালিকদের জন্য দ্রুত ও সহজ যাত্রার অভিজ্ঞতা দেবে। 

 


Car loan Information:

Calculate Car Loan EMI