Auto : আগামী ১৫ অগাস্ট থেকে ফাসট্যাগের (FASTag) নিয়মে বড় বদল আনতে চলেছে সরকার। গ্রাহকদের সুবিধার্থে বদলে যাচ্ছে এই পরিষেবা (FASTag Annual Pass)। এবার থেকে সারা বছরের জন্য একসঙ্গে টাকা দিয়ে বুক করতে পারবেন ফাসট্যাগ সার্ভিস (FASTag Service)। জেনে নিন, আপনার বর্তমান FASTag অ্যাকাউন্টে বার্ষিক পাস কীভাবে অ্য়াক্টিভ করবেন। 

কারা পাবেন এই সুবিধাআগামী ১৫ অগাস্ট থেকে চালু হবে এই নতুন পাস পরিষেবা। এই পাস কেবল অ-বাণিজ্যিক ব্যক্তিগত যানবাহনের জন্য পাওয়া যাবে। এই পাস অ্যাক্টিভেশনের তারিখ থেকে এক বছর বা ২০০টি যাত্রা পর্যন্ত সক্রিয় থাকবে। সেই ক্ষেত্রে যেটি আগে শেষ হবে, সেখানেই বন্ধ হয়ে যাবে পাসের পরিষেবা।

কোথায় পাওয়া যাবে ফাসট্যাগের বার্ষিক পাসের লিঙ্কসরকারের মতে, এই বার্ষিক পাসটি সারা দেশের ন্য়াশনাল হাইওয়ে জুড়ে নির্বিঘ্নে সাশ্রয়ী যাত্রার সুবিধা দেবে। এই ক্ষেত্রে অ্য়াক্টিভেশন ও রিচার্জের জন্য একটি ডেডিকেটেড লিঙ্ক শীঘ্রই রাজমার্গ যাত্রা অ্যাপের পাশাপাশি NHAI (ন্যাশনাল হাইওয়েজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া) এবং MoRTH (সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের) এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।  

FASTag বার্ষিক পাস কী ?FASTag বার্ষিক পাস নির্ধারিত ন্যাশনাল হাইওয়ে (NH) ও ন্যাশনাল এক্সপ্রেসওয়ে (NE) টোল প্লাজায় গাড়ি, জিপ এবং ভ্যানের মতো ব্যক্তিগত যানবাহন বিনামূল্যে যাতায়াতের অনুমতি দেয়। একবার সক্রিয় হয়ে গেলে পাসটি ব্যবহারকারীর জন্য ২০০টি ট্রিপ বা এক বছরের জন্য এই সুবিধা দেয়।

আপনার বর্তমান FASTag অ্যাকাউন্টে বার্ষিক সুবিধা কীভাবে অ্যাক্টিভ করবেনযদি আপনার FASTag ইতিমধ্যেই সক্রিয় থাকে ও একটি বৈধ (অ-কালো তালিকাভুক্ত) রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে লিঙ্ক করা থাকে ও গাড়ির উইন্ডশিল্ডে সঠিকভাবে লাগানো থাকে, তাহলে আপনি একই FASTag ব্যবহার করে বার্ষিক পাসটি সক্রিয় করতে পারেন। যোগ্যতার শর্ত পূরণ করলে কোনও নতুন ট্যাগের প্রয়োজন নেই।

আমি FASTag বার্ষিক পাস কোথায় কিনতে পারি ?বার্ষিক পাসটি কেবলমাত্র রাজমার্গযাত্রা মোবাইল অ্যাপ এবং অফিসিয়াল NHAI ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। ব্যবহারকারীদের এই বিষয়ে কোনও থার্ড পার্টি অ্যাপ এড়িয়ে চলা উচিত।

বার্ষিক পাস কীভাবে সক্রিয় করা হবে ?

FASTag এবং গাড়ির যোগ্যতা যাচাই করার পরে, ব্যবহারকারীদের ২০২৫-২৬ সালের ভিত্তি বছরের জন্য ৩,০০০ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। একবার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে, বার্ষিক পাসটি সক্রিয় হয়ে ব্যবহারকারীর রেজিস্টার্ড FASTag এর সঙ্গে লিঙ্ক হয়ে যাবে।

 


Car loan Information:

Calculate Car Loan EMI