FASTag: ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ১ অগাস্ট থেকেই ফাস্ট্যাগ সংক্রান্ত নিয়মে বদল এনেছে। টোল সংগ্রহের কাজে এবার থেকে কার্যকর হবে এই নতুন বিধি (FASTag Rule Changed)। দেশের সমস্ত জাতীয় সড়ক সুষ্ঠুভাবে পরিচালনা করতে, রাস্তায় যানজট কমাতে এই নতুন নিয়ম চালু করেছে NPCI এবং এজন্য ফাস্ট্যাগের বেশ কিছু নিয়মে বদল আনা হয়েছে। টোল প্লাজায় (Toll Collection) গিয়ে হয়ারানির শিকার যাতে হতে না হয় চালকদের, সেজন্য সতর্ক করা হয়েছিল এনপিসিআইয়ের পক্ষ থেকে যাতে চালকরা তাদের ফাস্ট্যাগ অ্যাকাউন্ট আপডেট করে নেন নির্ধারিত সময়ের মধ্যে।


এবার থেকে সমস্ত নাগরিককেই এই নতুন নিয়ম কানুন মেনে চলতে হবে। ৩১ অক্টোবর ২০২৪ এই তারিখের মধ্যে এই নতুন নিয়ম মেনে কাজ সেরে না ফেললে তারপর থেকে আর টোল প্লাজায় গিয়ে টোল দিতে পারবেন না, খুবই মুশকিলে পড়বেন গাড়ি-চালকরা।


কী কী রয়েছে নতুন বিধিতে


KYC আপডেট


৩১ অক্টোবর ২০২৪-এর মধ্যেই সমস্ত নাগরিককে তাদের ফাস্ট্যাগ অ্যাকাউন্টে ই-কেওয়াইসি করাতে হবে যেগুলি আজ থেকে ৩ বছর বা ৫ বছর আগে ইস্যু করা হয়েছিল। আর যে সমস্ত ফাস্ট্যাগ ৫ বছরের পুরনো সেগুলি সম্পূর্ণ রিপ্লেস করে ফেলতে হবে বলেই জানিয়েছে এনপিসিআই।


যানবাহনের তথ্য লিঙ্ক করাতে হবে


১ অগাস্ট থেকে ফাস্ট্যাগ ব্যবহারকারীদের তাদের গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চেসিস নম্বর এবং মালিকের ফোন নম্বর ফাস্ট্যাগের সঙ্গে লিঙ্ক করাতে হবে। যে সমস্ত গ্রাহক সদ্য কোনও গাড়ি কিনেছেন, তাদের গাড়ি কেনার ৯০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে ফাস্ট্যাগ লিঙ্ক করানো বাধ্যতামূলক।


ফটো আপলোড


গ্রাহকদের গাড়ি চালকদের আবশ্যিকভাবে ফাস্ট্যাগ অ্যাকাউন্টের সঙ্গে তাদের গাড়ির ছবি আপলোড করতে হবে। ছবিটি অবশ্যই একটি স্বচ্ছ্ব ছবি হতে হবে।


মোবাইল নম্বর লিঙ্ক করাতে হবে


ফাস্ট্যাগের সঙ্গে গাড়ির মালিকের নিজস্ব মোবাইল নম্বর লিঙ্ক করানো বাধ্যতামূলক যাতে ফাস্ট্যাগ প্রোভাইডার ও ব্যবহারকারীর মধ্যে সংযোগ বজায় থাকে।


যে সমস্ত সংস্থা ফাস্ট্যাগের পরিষেবা দিয়ে থাকে, তাদের আবশ্যিকভাবে গাড়ির ডেটাবেস যাচাই করে দেখতে হবে। VAHAN ওয়েবসাইটের সঙ্গে ফাস্ট্যাগ অ্যাকাউন্টে দেওয়া তথ্য সম্পূর্ণভাবে মিলছে কিনা তা খতিয়ে দেখতে হবে সেই পরিষেবাদাতা সংস্থাকে। ভারতের জাতীয় স্তরের যানবাহন রেজিস্ট্রি পোর্টাল হল এই VAHAN। এর সঙ্গে তথ্যের মিল না হলে ফাস্ট্যাগ ভেরিফাই করা যাবে না বলেই নির্দেশ এনপিসিআইয়ের।


আরও পড়ুন: Gold Silver Price: সপ্তাহান্তে স্বস্তি গ্রাহকদের, দাম কমল সোনার- আজ গয়না গড়ালে কত খরচ হবে ?