নয়াদিল্লি: সরকারি থেকে বেসরকারিকরণ হয়েছিল আগেই। এবার কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জীবন বিমা সংস্থা IDBI ব্যাঙ্কে নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে। অর্থাৎ বিক্রি হয়ে যাচ্ছে IDBI ব্য়াঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যোগ্য ক্রেতা খুঁজছেন। আর সেই দৌড়ে এগিয়ে রয়েছেন কানাডা নিবাসী ব্যবসায়ী প্রেম ওয়াতসা।  সব ঠিক থাকলে, তাঁর হাতেই উঠতে পারে IDBI ব্যাঙ্কের ৬০.৭ শতাংশ অংশীদারিত্ব। (IDBI Bank Sale)


ব্যাঙ্কের বর্তমান অবস্থা নিয়ে কেন্দ্রীয় বাজেটের আগে 'Fit And Proper' রিপোর্ট জমা দেয় RBI. সবদিক পর্যালোচনা করে বিক্রিতে অনুমোদন মেলে। প্রেম ওয়াতসার পাশাপাশি, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, NBD Emirates-ও IDBI কিনতে মুখিয়ে রয়েছে। তবে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন প্রেম ওয়াতসাই-ই। কবে বিক্রি চূড়ান্ত হবে, এখনও পর্যন্ত দিন ক্ষণ জানানো হয়নি নির্দিষ্ট ভাবে। (IDBI Privatisation)


এই মুহূর্তে IDBI ব্যাঙ্কে ৪৫.৪৮ শতাংশ অংশীদারিত্ব রয়েছে কেন্দ্রীয় সরকারের। ভারতীয় জীবন বিমা সংস্থা, LIC-র অংশীদারিত্ব ৪৯.২৪ শতাংশ। সবমলিয়ে তারা ৬০.৭ শতাংশ অংশীদারিত্ব ছেড়ে দিতে চায়। ১৯৬৪ সালে ভারত সরকার IDBI-এর প্রতিষ্ঠা হয়েছিল। ২০১৯ সালে সরকারি ব্য়াঙ্ক থেকে IDBI-কে বেসরকারি ঘোষণা করে RBI. এর পর ২০২২ সালেই IDBI-এ কেন্দ্র এবং LIC-র অংশীদারিত্ব বিক্রির ঘোষণা হয়েছিল। এবার বিক্রির প্রক্রিয়া শুরু হল। তবে সেই নিয়ে জনসমক্ষে কিছু ঘোষণা হয়নি এখনও পর্যন্ত। 


আরও পড়ুন: OLA Electric IPO: ওলা আইপিওর প্রথম দিনেই দারুণ সাড়া, কত যাচ্ছে জিএমপি, বিনিয়োগ করলেই লাভ ?


সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, কর বাদ দিয়ে  ১৬২৮.৪৬ কোটি টাকা লাভ করেছে IDBI, যা গত বছরের তুলনায় ৪৪ শতাংশ বেশি। ব্যাঙ্কের নেট ইন্টারেস্ট ইনকামও  বেড়ে ৩ হাজার ৬৮৮ কোটি টাকা হয়েছে, যা আগের বছর ছিল ৩ হাজার ২৮০ কোটি। অনুৎপাদক সম্পদের ক্ষেত্রেও উন্নতি চোখে পড়ে। অনুৎপাদক সম্পদের অনুপাত এই মুহূর্তে ৪.৫৩ শতাংশ, যা আগের বছর ছিল ৬.৩৮ শতাংশ। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত IDBI ব্যাঙ্কে মোট ২ লক্ষ ৭৭ হাজার ৬৫৭ কোটি টাকা জমাছিল। গত বছর ওই একই সময়ে ব্যাঙ্কে গচ্ছিত ছিল ২ লক্ষ ৫৫ হাজার ৪৯০ কোটি টাকা। 



সূত্রের খবর, IDBI কিনতে আগ্রহী সংস্থাগুলি এই মুহূর্তে কেন্দ্র এবং RBI-এর সঙ্গে দরদাম করছে। তবে RBI-এর তরফে ইতিমধ্যেই প্রেম ওয়াতসার সংস্থা ছাড়পত্র পেয়ে গিয়েছে বলে খবর। IDBI কিনতে আগ্রহী সংস্থার মোট সম্পত্তির পরিমাণ কমপক্ষে ২২ হাজার ৫০০ কোটি হতে হবে, গত পাঁচবছরের মধ্যে অন্তত তিন বছর সংস্থার আয় লাভের খাতায় ছিল বলে জানানো হয়েছিল RBI-এর তরফে।


কয়েক দশক আগে ভারত থেকে কানাডায় গিয়ে থিতু হন প্রেম ওয়াতসা। ১৯৮৫ সালে গড়ে তোলেন Fairfax Financial Holdings. Fairfax India Holdings-এর সিইও-ও তিনি। গোড়ায় Fairfax Financial Holdings-এর নামছিল MArkel Financial. পরবর্তীতে নাম পাল্টে যায়। কানাডায় একাধিক বিমা সংস্থাকে কিনে নেন প্রেম ওয়াতসা।