FM Nirmala Sitharaman: সম্প্রতি কোটি কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা আর তাই শেয়ার বাজারে বিপুল ধস নেমেছে। তবে এই ধসের বাইরে অন্য এক দৃষ্টান্তের দিকে ইঙ্গিত করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। ইকুইটি মার্কেটে দারুণ রিটার্নের দরুণ বিদেশি বিনিয়োগকারীদের (Stock Market Crash) প্রফিট বুকিংকে দায়ী করেছেন এই ধসের কারণ হিসেবে। তিনি জানিয়েছেন বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভারতের বাজার থেকে প্রভূত লাভ অর্জন করেছেন।

গত সোমবার বাজেট-পরবর্তী একটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে ভারতের অর্থনীতি, ভারতের বাজার বিগত কয়েক বছরে দারুণ রিটার্ন দিয়েছে, আর তাই বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পরপর শেয়ার বিক্রি করে প্রফিট বুক করছেন এখন। তিনি আরও জোর দিয়ে বলেন যে ভারত একটি 'ইনভেস্টর-ফ্রেন্ডলি' দেশ হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ, সাম্প্রতিক সময়ে দেশে কাস্টম ডিউটি কমানো নিয়ে বড় ঘোষণা করা হয়েছে যা বিদেশি বিনিয়োগকারীদের পক্ষে আরও বেশি রিটার্ন তুলতে সাহায্য করেছে।

২০২৪ সালের অক্টোবর থেকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রায় ২ ট্রিলিয়ন ডলার মূল্যের শেয়ার বিক্রি করেছেন ভারতের বাজারে। আর সেই কারণ বাজার সর্বকালীন উচ্চতা থেকে পড়তে শুরু করেছে। ২০২৫ সালের প্রথম ৬ সপ্তাহের মধ্যেই ভারতের বাজারে ৯৭ হাজার কোটি টাকা মূল্যের শেয়ার বিক্রি করেছে তারা। কর্পোরেট আয় কমে যাওয়া, মার্কিনি নীতি-নিয়মে কিছু বদল, মার্কিনি ডেট সিকিওরিটি বাজারে আকর্ষণীয় রিটার্ন, ডলারের দাম বেড়ে যাওয়া ইত্যাদি নানা কারণে ভারতের বাজার ছেড়ে অন্যত্র মুনাফার সম্ভাবনা খুঁজছেন বিদেশি বিনিয়োগকারীরা। আর তাই সেপ্টেম্বর ২০২৪-এর তুলনায় সর্বকালীন উচ্চতা থেকে ১২ শতাংশ পতন এসেছে ভারতের বাজারে।

অর্থসচিব তুহিন কান্তি পাণ্ডে জানিয়েছেন যে, বৈশ্বিক নানা কারণে বিদেশি বিনিয়োগকারীরা মুখ ঘুরিয়েছেন ভারতের বাজার থেকে। তিনি স্পষ্টই জানান যে যখন যখন বাজারে অনিশ্চয়তা তৈরি হয়, সেই সময় বিনিয়োগকারীরা মার্কিন বাজারের দিকেই ঝুঁকে পড়েন। এত প্রতিবন্ধকতা সত্ত্বেও ভারতের অর্থনীতি বিশ্বের মধ্যে অন্যতম দ্রুত সমৃদ্ধিকারী অর্থনীতির শিরোপা পেয়েছে।

আরও পড়ুন: Penny Stock: ৩১ টাকা থেকে নেমে এসেছে ২ টাকায় ! ৮৬ শতাংশ পতন, টাকা ডুবেছে এই স্টকে