Financial Rules: ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে এই ৬ আর্থিক নিয়ম, না জানলে আপনার ক্ষতি

October Rule Change: সেপ্টেম্বর শেষ হতে আর মাত্র কয়েকদিন। আগামী মাসে অর্থ সংক্রান্ত অনেক নিয়মে বড় পরিবর্তন হতে চলেছে (Money Rules)।

Continues below advertisement

October Rule Change: সেপ্টেম্বর শেষ হতে আর মাত্র কয়েকদিন। আগামী মাসে অর্থ সংক্রান্ত অনেক নিয়মে বড় পরিবর্তন হতে চলেছে (Money Rules)। ১ অক্টোবর এর মধ্যে SEBI মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্টগুলিতে নমিনির বিষয়টি বাধ্যতামূলক করেছে। এছাড়াও,২০০০ টাকার নোট বিনিময়ের সময়সীমাও ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। এই পরিস্থিতিতে ১ অক্টোবর থেকে পরিবর্তন হবে এমন কিছু নিয়ম সম্পর্কে আপনার জানা উচিত।

Continues below advertisement

আগামী ১ অক্টোবর থেকে এই নিয়মে পরিবর্তন আসতে চলেছে
1. ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্টে নমিনেশন বাধ্যতামূলক
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্টে নমিনেশন বাধ্যতামূলক করেছে। এর সময়সীমা শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। যদি কোনও অ্যাকাউন্টধারক এই তারিখের মধ্যে মনোনয়ন না করেন, তবে 1 অক্টোবর থেকে অ্যাকাউন্টটি বন্ধ করা হবে। এই পরিস্থিতিতে, আপনি ডিম্যাট এবং ট্রেডিং করতে পারবেন না। এর আগে, SEBI ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্টের নমিনির সময়সীমা 31 মার্চ নির্ধারণ করেছিল, যা পরে আরও ছয় মাস বাড়ানো হয়েছিল। আপনি যদি আপনার অ্যাকাউন্টে নমিনি যোগ না করে থাকেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি সম্পূর্ণ করুন।

2. মিউচুয়াল ফান্ডে নমিনেশন
ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট ছাড়াও মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য নমিনি বাধ্যতামূলক করা হয়েছে। এর জন্য SEBI 30 সেপ্টেম্বর সময়সীমা বেঁধে দিয়েছে। আপনি যদি নির্ধারিত সময়সীমার মধ্যে নমিনি প্রক্রিয়া সম্পন্ন না করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করা হবে। এর পর আপনি এতে বিনিয়োগ বা কোনও ধরনের লেনদেন করতে পারবেন না।

3. TCS নিয়মে পরিবর্তন ঘটছে
আপনি যদি আগামী মাস থেকে বিদেশে ট্যুর প্যাকেজ কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে খবর। ৭ লক্ষ টাকার কম ট্যুর প্যাকেজ কিনলে আপনাকে ৫ শতাংশ টিসিএস দিতে হবে। যেখানে 7 লক্ষ টাকার বেশি মূল্যের ট্যুর প্যাকেজগুলির জন্য 20 শতাংশ TCS দিতে হবে।

4. ২০০০ টাকার নোট বিনিময়ের সময়সীমা
আপনি যদি এখনও 2000 টাকার নোট বদলান না, তাহলে 30 সেপ্টেম্বরের মধ্যে এই কাজটি করুন। রিজার্ভ ব্যাঙ্ক 2023 সালের সেপ্টেম্বরের মধ্যে 2000 টাকার নোট দলের সময়সীমা নির্ধারণ করেছে। পরে কোনও অসুবিধা এড়াতে এই কাজটি অবিলম্বে সম্পূর্ণ করুন।

5. জন্ম শংসাপত্র বাধ্যতামূলক
আগামী মাস থেকে আর্থিক ও সরকারি কাজের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। 1 অক্টোবর থেকে, স্কুল, কলেজে ভর্তি, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, ভোটার তালিকায় নাম যোগ করা, আধার রেজিস্ট্রেশন, বিয়ের রেজিস্ট্রেশন বা সরকারি চাকরির আবেদন ইত্যাদি সব কাজের জন্য জন্ম শংসাপত্রের প্রয়োজন হবে।

6. সেভিংস অ্যাকাউন্টে আধার আবশ্যক
ছোট সঞ্চয় প্রকল্পে আধার এখন বাধ্যতামূলক হয়েছে। পিপিএফ, এসএসওয়াই, পোস্ট অফিস স্কিম ইত্যাদিতে আধার তথ্য দিতেই হবে। আপনি যদি এই কাজ না করেন, তবে অবিলম্বে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যান এবং এই তথ্য জমা করুন। অন্যথায় 1 অক্টোবর থেকে এই অ্যাকাউন্টগুলি বন্ধ করা হবে।

Insurance: টাকার চিন্তা করতে হবে না রোগীর পরিবারকে! দেশের যেকোনও হাসাপাতালে ক্যাশলেস পরিষেবা নিয়ে ভাবনা

Continues below advertisement
Sponsored Links by Taboola