আগামী অর্থবর্ষে ঘুরে দাঁড়াতে পারে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৯.৫ শতাংশ, পূর্বাভাস ফিচের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jun 2020 07:51 PM (IST)
করোনা আবহে চলতি আর্থিক বর্ষে সংকোচনের পর আগামী অর্থবর্ষে ঘুরে দাঁড়াবে ভারতের অর্থনীতি। এমনই পূর্বাভাস ফিচ রেটিংয়ের। তাদের পূর্বাভাস, আর্থিক ক্ষেত্রে স্বাস্থ্যের আরও অবনতি রুখে দিতে পারলে পরবর্তী অর্থবর্ষে ৯.৫ শতাংশ বৃদ্ধির হার নিয়ে ঘুরে দাঁড়াবে ভারতের অর্থনীতি।
নয়াদিল্লি: করোনা আবহে চলতি আর্থিক বর্ষে সংকোচনের পর আগামী অর্থবর্ষে ঘুরে দাঁড়াবে ভারতের অর্থনীতি। এমনই পূর্বাভাস ফিচ রেটিংয়ের। তাদের পূর্বাভাস, আর্থিক ক্ষেত্রে স্বাস্থ্যের আরও অবনতি রুখে দিতে পারলে পরবর্তী অর্থবর্ষে ৯.৫ শতাংশ বৃদ্ধির হার নিয়ে ঘুরে দাঁড়াবে ভারতের অর্থনীতি। এমনিতেই ঝিমুনিতে থাকা অর্থনীতির বৃদ্ধির হার এপ্রিল থেকে শুরু হওয়া ২০২০-২১ অর্থবর্ষে করোনাভাইরাস অতিমারির প্রকোপে ধাক্কা খাবে। চলতি অর্থবর্ষে জিডিপি-তে পাঁচ শতাংশ সঙ্কোচনের আগাম পূর্বাভাস দিয়েছে ফিচ। বুধবার প্রকাশিত এপিএসি সোভেরেন ক্রেডিট ওভারভিউ-তে ফিচ বলেছে, অতিমারি ভারতের বৃদ্ধির হারকে বহুলাংশে দুর্বল করে তুলেছে। একইসঙ্গে এতে সরকারি ঋণের বোঝার চ্যালেঞ্জও তৈরি হয়েছে। অতিমারির ফলশ্রুতিতে আর্থিক স্বাস্থ্যের যে ক্ষতি হয়েছে, তার আরও অবনতি রোখা সম্ভব হলে ভারতের জিডিপি বিবিবি তালিকাভূক্তদের থেকে উচ্চ হারে বৃদ্ধির পথে ফিরতে পারে। ফিচ আগামী অর্থবর্ষে ভারতের ৯.৫ শতাংশ জিডিপি বৃদ্ধির হারের পূর্বাভাস দিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভারত গত ২৫ মার্চ থেকে বিশ্বের সবচেয়ে বড় লকডাউন ঘোষণা করেছিল। এরফলে প্রায় সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থগিত হয়ে যায়। লকডাউনের মেয়াদ বেশ কয়েকবার বাড়ার পর গত ৪ মে থেকে যে সব অঞ্চলে সংক্রমণ কম, সেই জায়গাগুলিতে কিছু বিধিনিষেধ শিথিল করা হয়। এরপরও আক্রান্তের সংখ্যার বৃদ্ধি অব্যাহত রয়েছে। অর্থনীতিকে সহায়তার জন্য পলিসি রেট কমিয়ে ঋণ নীতি শিথিল করেছে। সেইসঙ্গে নগদের জোগানের জন্য পদক্ষেপ নিয়েছে। সরকার জিডিপি-র ১০ শতাংশ পরিমাণ অর্থের উজ্জীবক প্যাকেজ ঘোষণা করেছে।