নয়াদিল্লি: নতুন বছর আসার আগেই 'নিউ ইয়ার রেজলিউশন' নিই আমরা। একটি লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলি। অনেক ক্ষেত্রে আর্থিক উন্নতির জন্য নেওয়া পদক্ষেপ বিপর্যয় ডেকে আনে আমাদের জীবনে। জেনে নিন এমনই ৫টি 'মানি মিসটেকস'।


সম্প্রতি আমাদের পাঁচটি আর্থিক ভুল সিদ্ধান্তের বিষয়ে সতর্ক করেছেন সার্টিফায়েড মানি কোচ সামার ওয়াটসন ও জেন ফন্টানিলা। ''দ্য লাইফ, লাভ অ্যান্ড মানি শো উইথ সামার অ্যান্ড জেন''-এ আর্থিক বিষয়ে নেওয়া ভুল সিদ্ধান্তগুলি তুলে ধরছেন তাঁরা। কীভাবে সংসারে আর্থিক মন্দা কাটিয়ে লাভবান হতে পারবেন তার পথ দেখিয়েছেন এই দুই 'মানি মেকার'। 


Lifestyle Creep: জীবনযাত্রার ফাঁদে পা
বেশিরভাগ ক্ষেত্রে হাতে টাকা পেলে নতুন কী কিনব সেই বিষয়ে চিন্তা শুরু করে দিই আমরা। সেই সময় ভুলে যাই সংসারের দেনা ও দায় দায়িত্বের বিষয়ে। এখান থেকে শুরু হয় 'দামী জীবনযাত্রা'। যেখানে অহেতুক টাকা ঢেলে যাই আমরা। পরবর্তীকালে এই 'লাইফস্টাইল ক্রিপ' বা বিলাসবহুল জীবনযাত্রার ফাঁদে পা দেওয়ার মাশুল চোকাতে হয় আমাদের। তাই আয় বুঝে ব্যায় করুন।


Emergency fund: জরুরি তহবিল
করোনা আমাদের শিখিয়েছে বিপদের সময় কীভাবে কাজে লাগে জরুরি তহবিল। সব সময় আগামী ৬ মাসের কথা চিন্তা করে তহবিল জমা রাখা উচিত সবার। কারণে বিপদের সময় হাতে নগদ না থাকলে ক্রেডিট কার্ডে চড়া সুদে ঋণ নিতে হয়। সেই ক্ষেত্রে সিবিল ভালো না হলে সমস্যায় পড়তে হবে আপনাকে। তাই জরুরি তহবিল আগে থেকে প্রস্তুত রাখা উচিত। সংসার খরচের অতিরিক্ত টাকা আগে থেকেই জরুরি তহবিলের জন্য রেখে দেওয়া উচিত।


Paying wrong debt first: আগে ভুল ঋণ শোধ


অনেক ক্ষেত্রেই ঋণ শোধ করার বিষয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি আমরা। বেশিরভাগ ক্ষেত্রে মরগেজ বা বন্ধকী ঋণ আগে শোধ করার বিষয়ে নজর দিই আমরা।যদিও দেখা যায়, গ্রাহকের ক্রেডিট কার্ড থেকে বেশি সুদ কাটা যায়। তাই আগে নিজের সিবিল স্কোর ঠিক রাখার জন্য ক্রেডিট কার্ডের লোন শোধ করতে হয়। ক্রেডিট কার্ডের এই অতিরিক্ত সুদের টাকা বাঁচাতে পারলে আপনার অনেকটাই সঞ্চয় বাড়বে। 


Not monitoring your credit: ঋণের ওপর নজর না রাখলে সমস্যা বাড়বে
আপনার কাছে যদি কোনও ক্রেডিট কার্ড থাকে, তবে আগে থেকেই ক্রেডিট কার্ড মনিটরিং সার্ভিস অ্যালার্ট পরিষেবা নিয়ে নিন। এতে কার্ডের ঋণের বিষয়ে নজর থাকবে আপনার। এমনকী সময়ে-সময়ে সেই টাকা দিয়ে দিতে পারবেন আপনি।কিন্তু এই পথে না হাঁটলে ঋণের বোঝা বাড়তেই থাকবে।একটা সময়ে নজরদারির অভাবে আপনি ঋণের ফাঁদে পড়ে যাবেন। তাই নতুন বছর শুরুর আগে থেকে সতর্ক হোন।


Not having insurance: বিমা নেই আপনার ?
সংসারের আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে বিমার বিষয়টা সবার আগে মাথায় রাখা উচিত। হোম লোন বা গাড়ির লোনের মতো এই টাকাটাও আপনাকে আলাদা করে রাখতে হবে। বিমা বা জীবন বিমা করা না থাকলে বিপদে বড় খরচের মুখে পড়তে হবে আপনাকে। কোনও কারণে বাড়ির আর্নিং মেম্বারের মৃত্যু হলে সমস্যা বাড়বে পরিবাবের। তাই অন্য বিমার পাশে জীবন বিমা করে রাখা উচিত।