Fixed Deposit: রিজার্ভ ব্য়াঙ্ক (RBI) রেপো রেট (Repo Rate) কমাতেই ফের স্থায়ী আমানতে (Fixed Deposit) সুদের হার বৃদ্ধি করছে ব্যাঙ্কগুলি। এবার ফিক্সড ডিপোজিটে সুদ (FD Interest Rates) বৃদ্ধির পথে হাঁটল দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি (HDFC Bank)। 


আজ থেকেই পাবেন এই হারে সুদ ?
HDFC Bank 2 কোটি টাকার কম স্থায়ী আমানতের সুদের হার বাড়িয়েছে। 10 জুন 2024 থেকে এটি কার্যকর হয়েছে। এর আওতায় সর্বোচ্চ 7.25 শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এইচডিএফসি ব্যাঙ্ক তার এফডি হার সংশোধন করেছে। 2 কোটি টাকার কম স্থায়ী আমানতের জন্য 7 দিন থেকে 10 বছর পর্যন্ত সুদের হার সংশোধন করেছে HDFC Bank ।


সাধারণ গ্রাহকরা সর্বোচ্চ 7.25 শতাংশ সুদ পাবে
HDFC ব্যাঙ্ক 18 মাস থেকে 21 মাসের কম মেয়াদের FD-এর উপর 7.25% সুদ দিচ্ছে। এটি তার সমস্ত FD-র মধ্যে সর্বোচ্চ। মনে রাখবেন, সিনিয়র সিটিজেন FD-র সুদের হার সাধারণ FD-এর হারের চেয়ে 0.50% বেশি।


বিভিন্ন HDFC FD-এর সুদের হার জানুন (2 কোটি টাকার কম)
7-14 দিনের FD-এ 3% সুদ পাওয়া যাচ্ছে যেখানে প্রবীণ নাগরিকদের জন্য এই হার 3.50%। 
15-29 দিনের জন্য 3% সুদ পাচ্ছেন যখন প্রবীণ নাগরিকদের জন্য এই হার 3.50%। 
30-45 দিনের জন্য 3.50% সুদ পাচ্ছেন যেখানে প্রবীণ নাগরিকদের জন্য এই হার 4%। 
40-60 দিনের জন্য 4.50% সুদ পাচ্ছেন যেখানে প্রবীণ নাগরিকদের জন্য এই হার 5%। 
61-89 দিনের জন্য 4.50% সুদ পাচ্ছেন যেখানে প্রবীণ নাগরিকদের জন্য এই হার 5%।
90 দিন-6 মাস 4.50% সুদ পাচ্ছেন যেখানে সিনিয়র নাগরিকদের জন্য এই হার 5%।
6 মাস 1 দিন - 9 মাসের এফডিতে 5.75 শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে যেখানে প্রবীণ নাগরিকদের জন্য এই হার 6.25 শতাংশ।
9 মাস 1 দিন - 1 বছরের এফডিতে 6 শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে যেখানে সিনিয়র নাগরিকদের জন্য এই হার 6.50 শতাংশ।
1 বছর - 15 মাসের এফডিতে 6.60 শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে যেখানে প্রবীণ নাগরিকদের জন্য এই হার 7.10 শতাংশ।
15 মাস - 18 মাসের এফডিতে 7.10 শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে যেখানে প্রবীণ নাগরিকদের জন্য এই হার 7.60 শতাংশ।
18 মাস - 21 মাসের এফডিতে 7.25 শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে যেখানে সিনিয়র নাগরিকদের জন্য এই হার 7.75 শতাংশ।
21 মাস - 2 বছরের এফডিতে 7.00 শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে যেখানে সিনিয়র নাগরিকদের জন্য এই হার 7.50 শতাংশ।
2 বছর 1 দিন - 2 বছর 11 দিনের এফডিতে 7.15 শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে যেখানে প্রবীণ নাগরিকদের জন্য এই হার 7.65 শতাংশ।
2 বছর 11 মাস - 35 মাসের এফডিতে 7.15 শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে যেখানে প্রবীণ নাগরিকদের জন্য এই হার 7.65 শতাংশ।
2 বছর 11 মাস 1 দিন - 3 বছরের এফডিতে 7.15 শতাংশ হারে সুদ পাচ্ছেন যেখানে প্রবীণ নাগরিকদের জন্য এই হার 7.65 শতাংশ।
3 বছর 1 দিন থেকে 4 বছর 7 মাসের FD-এ 7.20 শতাংশ হারে সুদ পাচ্ছেন যেখানে প্রবীণ নাগরিকদের জন্য এই হার 7.70 শতাংশ।
4 বছর 7 মাস 1 দিন - 55 মাসের FD-তে 7.20 শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে যেখানে সিনিয়র নাগরিকদের জন্য এই হার 7.70 শতাংশ।
4 বছর 7 মাস 1 দিন- 5 বছরের FD-তে 7.20% হারে সুদ পাওয়া যাচ্ছে যেখানে সিনিয়র নাগরিকদের জন্য এই হার 7.70%।
5 বছর 1 দিন- 10 বছরের এফডিতে 7.00% হারে সুদ পাওয়া যাচ্ছে যেখানে প্রবীণ নাগরিকদের জন্য এই হার 7.50%।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


PM Modi 3.0: গদিতে বসেই মোদির বড় ঘোষণা, ৬০০০ টাকা পাবেন না এগুলি না থাকলে