কলকাতা: মারুতির দীর্ঘদিনের (Maruti Swift 2024) পুরনো মডেল। ফের বাজারে এসেছে নতুন করে। বাজারে আসতেই ক্রেতাদের পছন্দের তালিকায় নতুন মারুতি সুইফট ২০২৪। বাজারজাত হওয়ার প্রথম মাসেই ১৯,৩৯৩ টি বিক্রি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ফলে এখনই new 2024 Swift ভারতে নির্দিষ্ট সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি। ৯ মে নতুন মারুতি সুইফট লঞ্চ হয়েছিল। নতুন সুইফটের দাম হয়েছে ৬.৪৯ লক্ষ টাকা। নতুন সুইফটে টপ মডেলের দাম ৯.৫ লক্ষ টাকা।
আগের মডেলের মতোই নতুন সুইফট-এও দুইরকম গিয়ারবক্সের অপশন রয়েছে। একটি AMT এবং অন্য়টি ম্য়ানুয়াল গিয়ার। ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে vxi অপশন। তার সঙ্গেই ভাল পরিমাণ AMT-ও বিক্রি হয়েছে।
বিক্রির হিসেব দেখলে শুরুটা দুর্দান্ত করেছে নতুন মারুতি সুইফট। এক নম্বর স্থান দখল করে নিয়েছে নিজের মুকুট।
আগে বিক্রির নিরিখে এই স্থানে ছিল tata punch. এখন সেটি রয়েছে দ্বিতীয় স্থানে। টাটা পাঞ্চ বিক্রি হয়েছে ১৮৯৪৯ টি। এর মধ্যে ইভি ভার্সনও রয়েছে। আগের ICE ভার্সনের সঙ্গে নতুন Punch ev-ও এই হিসেবের মধ্যে রয়েছে।
সম্প্রতি দেখা গিয়েছে, এখন ক্রেতাদের মধ্যে SUV-এর চাহিদা বেড়েছে। কিন্তু তার মধ্যেই সুইফট (Swift) তার নিজস্ব ফ্যানবেস ধরে রেখেছে। এরই সঙ্গে যোগ হয়েছে মারুতির নিজস্ব এবং সবচেয়ে বড় USP- মাইলেজ বা Fuel Efficiency.
নতুন মারুতি সুইফট-এ ফুয়েল এফিসিয়েন্সি আগের মডেলের চেয়ে অনেকটাই ভাল হয়েছে। এখন নতুন মারুতি সুইফট-এর মাইলেজ 25.75 kmpl বলে দাবি করা হয়েছে গাড়ি প্রস্তুতকার সংস্থার পক্ষ থেকে। যা আগের থেকে অনেকটাই ভাল। এই কারণেই এই হ্য়াচব্যাকের বিক্রি অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
নতুন মারুতি সুইফট-এ Z series 3 cylinder ইঞ্জিন। যা আগেরটি থেকে অনেক বেশি কার্যকর। মারুতির অভ্যন্তরীণ হিসেবও যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে, নতুন সুইফট মারুতির আরও একটি জনপ্রিয় মডেল Wagon R-কে বিক্রির নিরিখে পিছনে ফেলেছে। তার ফলেই এখন ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি হয়েছে এটি। এর হাত ধরেই ফের হ্যাচব্য়াকের উপর এসে পড়ল সবার নজর।
আরও পড়ুন: শিক্ষায় সুকান্ত, জাহাজে শান্তনু! মাত্র ২ প্রতিমন্ত্রী, মোদির মন্ত্রিসভায় ব্রাত্য বাংলা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Car loan Information:
Calculate Car Loan EMI