Bank FD Interest: এখনকার যুগে নানারকম বিনিয়োগের রাস্তা এলেও, প্রবীণ নাগরিকদের কাছে ফিক্সড ডিপোজিট একটি অত্যন্ত ভাল, নিরাপদ বিনিয়োগের মাধ্যম। আর সেই প্রবীণ নাগরিকদের চাহিদার কথা মাথায় রেখে দেশের বড় বড় দুই ব্যাঙ্ক তাঁদের সিনিয়র সিটিজেন স্কিমে বেশ কিছু বদল এনেছে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই এবং বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্কে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমের ব্যবস্থা করেছে।


এইচডিএফসি ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে চালু করেছে সিনিয়র সিটিজেন কেয়ার এফডি। আর অন্যদিকে স্টেট ব্যাঙ্কে চালু হয়েছে উইকেয়ার এফডি। দেখে নেওয়া যাক কোন ফিক্সড ডিপোজিট স্কিমের কী সুবিধে, কোথায় বেশি মিলছে সুদের হার।


HDFC ব্যাঙ্কের সিনিয়র সিটিজেন কেয়ার ফিক্সড ডিপোজিট


এইচডিএফসি ব্যাঙ্ক ৬০ বছরের বেশি বয়সীদের জন্য এমন একটি স্কিম নিয়ে এসেছে যার নাম সিনিয়র সিটিজেন কেয়ার এফডি। ২০২০ সাল থেকে এই ব্যাঙ্কে চলছে এই বিশেষ প্রকল্প। এই প্রকল্পের অধীনে এইচডিএফসি ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের সাধারণ ফিক্সড ডিপোজিটের সুদের হারের থেকে ০.৫০ শতাংশের উপরেও অতিরিক্ত আরও ০.২৫ শতাংশ বেশি সুদ দিচ্ছে। অর্থাৎ এখানে এই প্রকল্পের অধীনে প্রবীণ নাগরিকরা পাবেন ০.৭৫ শতাংশ সুদ।


৫ থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিট স্কিমের অধীনে ৭.৭৫ শতাংশ সুদের হার দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। তবে এই সুদের হার কেবলমাত্র ৫ কোটি টাকার কম আমানতের উপরেই পাওয়া যাবে। এই প্রকল্পে বিনিয়োগের সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ১১ মে ২০২৪।


SBI-এর We Care ফিক্সড ডিপোজিট


প্রবীণ নাগরিকদের জন্য এই ফিক্সড ডিপোজিট স্কিম চালু করা হয়েছে। এই ব্যাঙ্কে যাদের স্থায়ী আমানত আছে, তাঁরা ৫ বছর থেকে ১০ বছরের মেয়াদের মধ্যে এই প্রকল্প রাখা হয়েছে। এই প্রকল্পের অধীনে সাধারণ ফিক্সড ডিপোজিটের থেকে ০.৫০ শতাংশ বেশি সুদ দিচ্ছে এই ব্যাঙ্কে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগ করা যাবে। এই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমের অধীনে ব্যাঙ্ক ৫ থেকে ১০ বছরের মেয়াদে ৭.৫০ শতাংশ সুদ দিচ্ছে স্থায়ী আমানতের উপর, শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Bajaj Scooter: নতুন একটি বৈদ্যুতিন স্কুটার আনবে বাজাজ, আগামী মাসেই বাজারে- দাম কত থাকছে ?